স্বস্তি নিয়ে ফিরল বার্সা, বিপাকে চেলসি

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 07:12:01

প্রতিপক্ষের মাঠে এমনিতেই মিশন বেশ কঠিন। তারওপর গোল পোষ্টের সামনে প্রাচীর তুলে দাঁড়িয়েছিল নাপোলি। বারবারই সেই প্রাচীর ভাঙার ব্যর্থ চেষ্টা করে গেলেন লিওনেল মেসিরা। আরেকটু হলে তো হারের তিক্ত স্বাদ নিয়েই ফিরতে হতো। কিন্তু  অঁতোয়ান গ্রিজমানের গোলে রক্ষা। নাপোলির মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরল বার্সা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার ১-১ গোলে ড্র নিয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়ে বার্সেলোনা।  ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে দিনের আরেক ম্যাচে চেলসিকে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে জয় তুলে নেয় জার্মান চ্যাম্পিয়নরা।

নাপোলির মাঠে শুরু থেকেই চেনা যাচ্ছিল না বার্সালোনাকে। যদিও ২৭তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ এসে যায়। দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের সীমানায় পা রেখে মেসি পাস দেন গ্রিজমানকে। কিন্তু নিশানা খুঁজে নিতে পারেন নি তিনি।

এরমধ্যে ৩০তম মিনিটে এগিয়ে যায় নাপোলি। ড্রিস মের্টেন্সের গোল আনন্দে ভাসায় স্বাগতিক দর্শকদের। এই গোলেই নাপোলির হয়ে সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষে থাকা মারেক হামসিককে (১২১) স্পর্শ করেন মের্টেন্স। ৫৭তম মিনিটে সমতা ফেরায় বার্সা। গোলদাতা গ্রিজমান।

১৮ মার্চ ফিরতি লেগে নু ক্যাম্পে মুখোমুখি হবে দুই দল। যেখানে বার্সা পাবে না  দুটি হলুদ কার্ড দেখে ৮৯তম মিনিটে মাঠ ছাড়া আর্তুরো ভিদালকে।

এদিকে চাপে পড়ল চেলসি। কোয়ার্টার ফাইনালে উঠার পথটা বেশ কঠিনই হয়ে গেল ইংলিশ জায়ান্টদের। কারণ প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতে পরের পর্বে এক পা দিয়ে রাখল বায়ার্ন। ১৮ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায়  ফিরতি লেগে ০-২ গোলে হারলেও তারাই পাবে শেষ আটের টিকিট।

এ সম্পর্কিত আরও খবর