শেষ ষোলতে ম্যানইউ, আর্সেনালের বিদায়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 01:17:17

ইউরোপা লিগের শেষ ৩২ পর্বে গোল উৎসব করল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে পেল দুরন্ত এক জয়ের দেখা। ফ্রেডের জোড়া গোলে কোচ ওলে গুনার সোলশজায়েরের দল ফিরতি লেগে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাব ব্রাগকে। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে ব্রাগকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ১৬ পর্বে পা রাখল রেড ডেভিলরা।

তবে অ্যাওয়ে গোলে কপাল পুড়েছে আর্সেনালের। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা নিয়েও তারা ছিটকে গেছে ইউরোপা লিগের শেষ ৩২ পর্ব থেকে। প্রথম লেগে অলিম্পিয়াকোসের মাঠে ১-০ গোলে জিতলেও ফিরতি লেগে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-২ গোলে হার মানে গানার শিবির।

ওল্ড ট্রাফোর্ডে ২৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। সুযোগটা কাজে লাগাতে বিন্দু মাত্র ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেস। ৩৪তম মিনিটে ওডিয়ন ইগহালো গোল ব্যবধান দ্বিগুণ করেন। ৪১তম মিনিটে তৃতীয় গোল উপহার দেন স্কট ম্যাক টোমিনে। শেষ দিকে এসে জোড়া গোল পূর্ণ করেন ফ্রেড। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার গোল দুটি করেন ৮২ ও ৯০+৩ মিনিটে।

শেষ ষোলর টিকিট কেটেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও। ফিরতে লেগে তারা ২-১ গোলে হারিয়েছে লুদোগোরেটসকে। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেছে রোমেলু লুকাকুর দল। ইন্টারের সঙ্গে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে এএস রোমা, গেতাফে ও সেভিয়া। তবে বাদ পড়েছে এসপানিওল, আয়াক্স ও পোর্তো।

এ সম্পর্কিত আরও খবর