চোট নিয়ে চিন্তিত নন সাইফউদ্দিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 12:32:43

একে তো ইনজুরি হানা দিয়েছিল শরীরে। তারওপর ফর্ম হারিয়ে ফেলেছিলেন। যে কারণে দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের বাইরে। ক্যারিয়ারের সেই খারাপ সময়টা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে দলে নিজের ফেরাটাকে চ্যালেঞ্জ মনে করছেন না তারকা ক্রিকেটার সাইফউদ্দিন, ‘ইনজুরির কারণে দলের বাইরে ছিলাম পাঁচ মাস। বাজে পারফরম্যান্সের কারণে বাইরে ছিলাম আট মাস। আসলে এটা কোনো চ্যালেঞ্জ না। অভ্যস্ত হয়ে গেছি। এটা আসলে কোনো চাপ না। ভালো খেললে দলে থাকব, খারাপ খেললে বাইরে চলে যাব। এটা নিয়ে আসলে এতোটা চিন্তিত না আমি।’

শুক্রবার সিলেটে ওয়ানডে সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ের সঙ্গে অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তারই ফাঁকে সাইফউদ্দিন জানালেন চোটের ব্যাপারটা মাথায় নিয়েই মাঠে নামছেন, ‘হ্যাঁ, বোলিংয়ের সময় চোটের কথা কিছুটা মনে হয়। কিন্তু সব পেস বোলারই দীর্ঘ দিনের ইনজুরি কাটিয়েই মাঠে ফিরে। তো এটা অভ্যাস হয়ে গেছে। এটা প্রথম না যে আমি ইনজুরিতে পড়েছি।’

অনেক কাঠখড় পুড়িয়ে ফিটনেস ফিরে পেয়েছেন ফাস্ট বোলার সাইফউদ্দিন। এখন নতুন করে চোট পাওয়ার সম্ভাবনা নেই তার, ‘ইনজুরির ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারব না। পিঠের ইনজুরিটা অনেক লড়াই করে, রিহ্যাব করে ঠিক করেছি। হয়তো দেখা গেল কাল বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে লাগল। এটা তো আসলে বলতে পারব না। আসলে আমি যেটা করি, প্রত্যেকবারই রিহ্যাব করি। বিগত চার পাঁচ মাসে যা করে এসেছি সেটা দিয়ে ইনজুরি এড়ানো যাবে।’

নির্দিষ্ট কোনো ওভারের সীমাবদ্ধতা নেই সাইফদ্দিনের বোলিংয়ে, দিলেন সেই খবরটাও, ‘না, আলহামদুলিল্লাহ আমি বোর্ড থেকে পূর্ণ ছাড়পত্র পেয়েছি। তো এখন আমার ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। শেষ বিসিএল খেললাম, ওখানে ৮ ওভার বোলিং করার কথা বলেছিল। যেহেতু দুই সপ্তাহ আগে খেলেছি, পুরোপুরি ছাড়পত্র পেয়েছি। এখন ফিটনেস অনুযায়ী যত ওভার সম্ভব ততো ওভার বল করতে পারব।’

রোববার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৩ ও ৬ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে।

এ সম্পর্কিত আরও খবর