এশিয়া কাপ হবে দুবাইতে, খেলবে ভারত-পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 02:41:36

এশিয়া কাপের আগামী আসর অনুষ্ঠিত হবে দুবাইতে। এবং তাতে অংশ নেবে চির-প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দুদলই। এমনটিই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

সেপ্টেম্বরে পাকিস্তানেই হওয়ার কথা ছিল এশিয়া কাপের আসন্ন এ আসর। কিন্তু নিরাপত্তা ঝুঁকি থাকায় প্রতিবেশী পাকিস্তান সফরে যাবে না ভারত। ঠিক এ কারণেই টুর্নামেন্টটি সরিয়ে দুবাইতে নিয়ে যাওয়া হয়েছে।

৩ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক সামনে রেখে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে ইডেন গার্ডেন্সে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাইতে। এবং ভারত ও পাকিস্তান উভয় দলই খেলবে।’

এর আগে বিসিসিআই জানায়, পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজন করলে তাদের কোনো আপত্তি নেই। তবে সেটা হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০১২-১৩ মৌসুমের পর ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি। সেবার সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান।

দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত ও পাকিস্তান কেবল আইসিসির মেজর টুর্নামেন্টে একে অন্যের মুখোমুখি লড়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর