বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন খুলনা

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:47:37

উত্তেজনা ছড়ানো ফাইনালে চমক খুলনা বিভাগের। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল ( অনুর্ধ-১৭) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ঢাকা বিভাগকে।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের দুটি ফাইনাল শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ছিল ২-২ গোলে সমতা। এরপর অতিরিক্ত সময়েও একই ফল। শেষ অব্দি টাইব্রেকারে নিষ্পত্তি।

এর আগে ম্যাচ প্রথমে এগিয়ে গিয়েছিল ঢাকা বিভাগ। রওশন আরা স্বস্তি এনে দেন স্বাগতিক শিবিরে। এরপর অনিকা খাতুন সমতা ফেরান ম্যাচে। তারপর উন্নতি খাতুনের গোলে এগিয়ে যায় খুলনা। দলটি যখন জয়ের পথে তখনই শেষ মুহূর্তে গোল করেন সাদিয়া।

অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে হাসিমুখ খুলনার মেয়েদের।

খুলনার উন্নতি খাতুন ১২ গোল করে বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন। ঢাকার সুস্মিতা পেলেন সেরা গোলরক্ষকের পুরস্কার।

টুর্নামেন্টে জেলা পর্যায়ে ৫৮১টি বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে ৮টি দলের মোট ১১৮২৬ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর