৪৪ ম্যাচ পর লিগে হারল লিভারপুল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 15:31:26

হারতে যেন ভুলেই গিয়েছিল লিভারপুল। জয়রথে চেপে রীতিমতো উড়ে বেড়াচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের আকাশে। পুরো মৌসুমটা অজেয় থেকেই কাটিয়ে দিতে চেয়েছিল দ্য রেড শিবির। কিন্তু সেটা আর সম্ভব হলো না। ৪২২ দিনে টানা ৪৪ ম্যাচ অজেয় থাকার পর অবশেষে লিগে হারের তেতো স্বাদ নিল কোচ ইয়ুর্গেন ক্লপের দল। অপ্রতিরোধ্য লিভারপুলের পা কাটল কিনা শেষমেশ পঁচা শামুকে। দুর্বল ওয়াটফোর্ডই তাদের মাটিয়ে নামিলে দিল। পয়েন্ট টেবিলের তলানিতে ঘুরপাক খাওয়া দলটির কাছে ৩-০ গোলে ধরাশায়ী হলো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

লিগে সর্বশেষ ১৮ ম্যাচের সবকটিই জিতে নিয়েছে লিভারপুল। ভিকারেজ রোডে গিয়েছিল তারা ইতিহাস গড়তে। ইংলিশ ফুটবলের শীর্ষ টুর্নামেন্টে টানা সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু তেমনটা হতে দেয়নি শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলা ওয়াটফোর্ড। দিনটা নিজেদের করে নিয়ে তারা বেরিয়ে এসেছে অবনমন অঞ্চল থেকে।

৬ মিনিটের ব্যবধানে ওয়াটফোর্ডের হয়ে জোড়া গোল করেন ইসমাইল সার। তার গোল দুটি আসে ম্যাচের ৫৪তম ও ৬০তম মিনিটে। ৭২তম মিনিটে লিভাপুলের হৃদয়টা আরো ভেঙে দেন ট্রয় ডিনি।

২৮ ম্যাচে এক ড্র ও এক হার বাদ দিয়ে বাকি ২৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। সুবাদে দ্বিতীয় স্থানে থাকা কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির চেয়ে (৫৭ পয়েন্ট) ২২ পয়েন্টে এগিয়ে রয়েছে দ্য অ্যানফিল্ড শিবির (৭৯ পয়েন্ট)। আর লিভারপুলের তিন পয়েন্ট কেড়ে নিয়ে ওয়াটফোর্ড আপাতত রেলিগেশনের ভয়টা কাটিয়েছে। ২৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে উঠে এসেছে ১৭তম স্থানে।

লিগের অন্য ম্যাচে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি ২-২ গোলে ড্র করেছে এএফসি বোর্নমাউথের সঙ্গে। চেলসির হয়ে জোড়া গোল করেন মার্কোস আলোনসো। আর তাদের প্রতিপক্ষ স্বাগতিক বোর্নমাউথের হয়ে গোল করেন জেফারসন লার্মা ও জোশুয়া কিং।

এ সম্পর্কিত আরও খবর