ফিরে গেলেন তামিম, লিটনের ব্যাটে হাফসেঞ্চুরি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:33:14

দেখে-শুনেই খেলছিলেন তামিম ইকবাল। সঙ্গে লিটন দাসকে নিয়ে বড় ইনিংস গড়ার পথ প্রশস্ত হচ্ছিল। ঠিক তখনই ছন্দপতন। ফিরে গেলেন তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে দল তুলেছে ৮৭ রান। ৪৫ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। তিনি ব্যাট করছেন ৫০ রানে। সঙ্গে নাজমুল হোসেন শান্ত আছেন ১০ রানে।

দিবা-রাত্রির এই ম্যাচে তামিম ও লিটন দাসের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। দু'জন মিলে ৬৩ বলে পঞ্চাশ করেন উদ্বোধনী জুটিতে। এর আগে দল পাওয়ার প্লেতে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করে ৪৪। অনেকটা সতর্ক হয়েই খেলেছে দল। কিন্তু দলীয় ৬০ রানে ফেরেন তামিম। তার আগে করেন ৪৩ বলে ২৪।

অভিষিক্ত ওয়েসলি মাধেভেরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া দিলেন। এরপর রিভিউ নেন তামিম। ট্র্যাকিংয়ে দেখা গেল বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। আউট। বাংলাদেশ হারাল একটি রিভিউ।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই টস ভাগ্য থাকল মাশরাফি বিন মর্তুজার পক্ষে। দিবা-রাত্রির ম্যাচে উইকেট ও আবহাওয়ার কথা ভেবে শুরুতেই ব্যাটিং নিয়েছেন অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ পরিবর্তন টাইগার একাদশে।

সাত মাস আগে শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে একাদশ থেকে নেই চার ক্রিকেটার। সঙ্গে বাদ পড়লেন শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না মাশরাফি, মাঠের বাইরে থাকতে হয় মুস্তাফিজুর রহমানকেও। ইনজুরির কারণে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিনও। সৌম্য সরকারের জায়গায় এসেছেন বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। ২০১৮ এশিয়া কাপের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন তিনি।

প্রিয় ফরম্যাটে ফের মাঠে বাংলাদেশ দল। যদিও সময়টা ভালো না যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। সর্বশেষ পাঁচ ওয়ানডেতেই হেরেছে টাইগাররা। হারের সেই বৃত্ত থেকেই আজ রোববার বেরিয়ে আসতে চায় মাশরাফি বিন মর্তুজার দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য ছিল মাশরাফির পক্ষে।

ইতিহাস জানাচ্ছে এ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৭২টি। এরমধ্যে ৪৪টিতে জয় আর ২৮টি হেরেছে টাইগাররা। জয়ে চোখ রেখেই নেমেছে দল। গত বছরের বিশ্বকাপের পর থেকেই মাশরাফি ছিলেন মাঠের বাইরে। এই ম্যাচ দিয়েই ফিরলেন এই তারকা ক্রিকেটার।

এ সম্পর্কিত আরও খবর