স্কুল হকিতে জিতল শহীদ মামুন ও মুসলিম মিশন

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 13:23:57

বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রোববার চতুর্থ দিনে অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। ম্যাচ দুটিতে সহজেই জয় তুলে নেয় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল ও ফরিদপুরের মুসলিম মিশন স্কুল।

রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে খুলনার নৌবাহিনী স্কুল এন্ড কলেজকে ৬-০ গোলে হারিয়েছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল। দলটির হয়ে দুটি গোল করেন জাহিদ হাসান। একটি করে গোল করেছেন নূর হোসেন, তাহমিদুর রহমান, সাকিল হোসেন ও হাবিব হোসেন।

দিনের দ্বিতীয় ম্যাচে নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট স্কুলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফরিদপুরের মুসলিম মিশন স্কুল। জয়ী দলের হয়ে গোল দুটি করেন মিজানুর রহমান ও মারুফ মোল্লা।

১১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার প্রাথমিক পর্বের ৯টি ভেন্যুর খেলা শেষ হয়েছে। প্রতিটি ভেন্যু থেকে সেরা ২টি দল নিয়ে মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ঢাকায় চলছে চূড়ান্ত পর্ব। ১৮টি দলকে ৬টি গ্রুপে ভাগ হয়ে নেমেছে মাঠের লড়াইয়ে। প্রতিটি গ্রুপের সর্বোচ্চ পয়েন্টধারী দল খেলবে চূড়ান্ত পর্বের দ্বিতীয় রাউন্ডে।

এ সম্পর্কিত আরও খবর