'মাশরাফিকে আপনারা বেশি খোঁচাচ্ছিলেন'

ক্রিকেট, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-27 06:02:06

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার অবসরের সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানিয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ম্যাচ দেখতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিলেটে এসেছেন। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

নাজমুল হাসান পাপন মাশরাফিকে নিয়ে বলেন, ‘আমি সবসময় দুজন প্লেয়ারের কথা বলি। খেলোয়াড় হিসেবে সাকিবের কোনো রিপ্লেসমেন্ট নেই আমাদের। মাশরাফি, অধিনায়ক হিসেবে তাঁর কোনো রিপ্লেসমেন্ট নেই। মাশরাফির অবদান কোনোভাবেই খাটো করার কোনো সুযোগ নেই। আপনারা খেয়াল করেছেন, মাশরাফিকে যে পরিমাণে আমরা চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য সেটা কিন্তু অনেকের বেলায় করিনি। মুশফিককে বাদ দিয়ে যখন মাশরাফিকে অধিনায়ক করি তখন কিন্তু কাউকে জিজ্ঞেস করিনি। মাশরাফির ব্যাপারটা ভিন্ন।’

মাশরাফিকে বিরক্ত না করার পরামর্শও দেন বোর্ড প্রধান, ‘গতকাল ওর পুরো প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আপনারা (সাংবাদিকরা) একটু ওকে বেশি খোঁচাচ্ছিলেন। এরকম একটা সময় যখন আপনাদের ওর পাশে থাকা উচিত সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এসব নিয়ে আমাদের আলাপ করা উচিতই না। ও বলে দিয়েছে ও কি চায়।’

অবসর নেওয়ার সিদ্ধান্ত মাশরাফির ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি জানালেন তেমনটাই, ‘অধিনায়ক কে হবে বোর্ড চূড়ান্ত করবে। যখন যাকে মনে হয় তাকে নির্বাচন করবে। ও কখন অবসর নিবে সেটা ও ঠিক করবে। তাকেই সিদ্ধান্ত নিতে দিন। আমার মনে হয় এ বিষয়টা এখানেই শেষ করা উচিত।’

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রেকর্ড গড়া ওয়ানডে স্কোরই মনে মনে চেয়ে ছিলেন পাপন, 'বাংলাদেশের ইনিংস এরকমই আশা করেছি। সাইফউদ্দিনকে মিস করেছি। এতদিন পরে এসেও সে ভালো করেছে।'

এশিয়া কাপের ভেন্যু প্রসঙ্গও উঠে আসে নাজমুল হাসানের কথায়, ‘এশিয়া কাপ কোথায় হবে পাকিস্তান তা ঠিক করবে। ভারত পাকিস্তানে যাবে না। ভারতকে ছাড়া এশিয়া কাপ আমরা চাইও না। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মেজর সিদ্ধান্ত নিবে পাকিস্তান। নেক্সড মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

সিলেট স্টেডিয়ামের প্রশংসায় মাতেন তিনি, সিলেটের স্টেডিয়ামে খেলা যখন শুরু করি তখনই বলেছি এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম হবে। এখানে প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ইনডোর ও জিমনেসিয়াম আছে। ঢাকা লিগ শুরু হচ্ছে। ঢাকায় জায়গা পাচ্ছি না। ঢাকার খেলা চট্টগ্রামে হচ্ছে।

শেখ হাসিনা স্টেডিয়াম সম্পর্কে বিসিবি প্রধান জানান, ‘৮ তারিখ (মার্চ) বোর্ড মিটিং ডেকেছি। ৮ তারিখ আমাদের কমিটি ৬ জন বিশেষজ্ঞের নাম দিবে। আমাদের কাছে ২৪টি টেন্ডার আছে। বিশেষজ্ঞরা সেখান থেকে একটা শর্ট লিস্ট দিবে। সেখানের সবাই আমাদের প্রেজেন্টেশন দিবে। এরপর সিদ্ধান্ত হবে।’

এ সম্পর্কিত আরও খবর