দ্রুততম মানব-মানবী হাসান-শিরিন

ক্রিকেট, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 12:42:23

জাতীয় অ্যাথলেটিক্স মানেই দ্রুততম মানব মেজবাহ আহমেদ। গত ৭ বছর ধরেই এমন চেনা দৃশ্যের দেখা মিলছে। কিন্তু এবার নতুনের কেতন উড়ল। মেজবাহকে হারিয়েছে বাংলাদেশের দ্রুততম মানব হলেন মোহাম্মদ হাসান মিয়া। আর দ্রুততম মানবী সেই শিরিন আক্তার। রেকর্ড টানা সপ্তমবারের মতো ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতলেন তিনি।

শুক্রবার (২৭ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৪তম সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে চমকের দেখা মিলল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নবম শ্রেনীর ছাত্র হাসান গতির ঝড় তুললেন। ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জিতে তিনি। পেছনে ফেলেন বাংলাদেশ নৌবাহিনীর মেজবাহকে। ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেন মেজবাহ।

ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের তৃতীয় হলেন আবদুর রউফ। ১১.০০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেন বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার।

অন্যদিকে শুক্রবার হাসি মুখেই ট্র্যাক ছাড়লেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে তিনি সময় নেন ১২.২০ সেকেন্ড। দেশসেরা দ্রুততম মানবীর খেতাবটা টানা সপ্তমবারের মতো ধরে রাখলেন তিনি। একইসঙ্গে স্পর্শ করেন লাভলী সুলতানার রেকর্ড। যিনি এর আগে সাতবার দ্রুততম মানবী হয়েছিলেন।

১০০ মিটারে রৌপ্য জিতেছেন নৌবাহিনীর আরেক প্রতিযোগী সোহাগী আক্তার। ব্রোঞ্জ জিতেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন।

এ সম্পর্কিত আরও খবর