কে হাসবে শেষ হাসি-বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ?

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-18 18:14:42

দৃশ্যটা ওয়ানডে সিরিজ শুরুর আগে।

ট্রফি হাতে নিয়ে মাঠে দাড়িয়ে দুই অধিনায়ক। মাঝে ট্রফি। একপাশে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। অন্যধারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। হাসছেন দুজনেই।

এই দৃশ্যটা বদলে যাচ্ছে আজই, ২৮ জুলাই রাতে! ট্রফি হাতে তখন হাসবেন যে কোন একজন। অন্যজন ব্যর্থতার হিসেব মেলাবেন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।

হয় মাশরাফি নয়তো হোল্ডার। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে এসেই ফয়সালা হচ্ছে ট্রফি থাকবে কার দখলে? ৪৮ রানে প্রথম ওয়ানডেতে জিতে ট্রফি জেতার সুযোগে অনেকখানি এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই রেসে ফিরল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসা ম্যাচ ফস্কে যায়। অন্য অর্থে সিরিজের ট্রফিটা দ্বিতীয় ম্যাচেই হাতে প্রায় নিয়েও ফেলে দিল বাংলাদেশ! জেতা ম্যাচ হারল ৩ রানে। নাটকীয় এই জয়ে সিরিজে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। এবং তাতেই এখন সিরিজ জয়ের সম্ভাবনায় ফের দু’দল সমান সমান অবস্থানে।

এমন সরলীকরণের সঙ্গে হয়তো সবাই একমত হবেন না। যে অবস্থান থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরেছে তাতে শেষ ম্যাচে আত্মবিশ্বাসের রেখচিত্র তাদের একটু উর্ধ্বমুখীই থাকছে। আর নিশ্চিত জেতা ম্যাচ হেরে আসায় মানসিক যন্ত্রণায় বাংলাদেশ মুষড়ে পড়া দল। অনুশীলন চলছে। মুখে হাসি আছে। কিন্তু সেই হাসির নাম যে কষ্ট লুকানোর চেষ্টা!

শেষ ম্যাচে বাংলাদেশের ‘দ্বিতীয় প্রতিপক্ষ’ এই বিদঘুঁটে অযাচিত যন্ত্রণা! এবং যথারীতি এই যন্ত্রণা মুক্তিরও প্রেসক্রিপসন শুধু একটাই-জয়।

সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজও যে একেবারে সমস্যামুক্ত তা ভাবার কোন উপায় নেই। ইনজুরিতে পড়া আন্দ্রে রাসেলকে তারা এই ম্যাচেও পাচ্ছে না। ওপেনার এভিন লুইস শুরুর দুই ম্যাচে রান পাননি। ক্রিস গেইল শুরু করলেও বেশিদুর যেতে পারেননি। মিডলঅর্ডারে শিমরন হেটমায়ার এবং রোভম্যান পাওয়েল ছাড়া বাকি কেউ ফর্ম দেখাতে পারেননি। পুরো দলের বোলিংও খুব একটা কার্যকর কিছু হচ্ছে না।

আর ফিল্ডিং? পেছনের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ গ্রাউন্ড ফিল্ডিং এবং ক্যাচিংয়েই সবচেয়ে কম নম্বর পাচ্ছে। অবশ্য ফিল্ডিংয়ের এই সমস্যায় ভুগছে বাংলাদেশও। শেষ ম্যাচের ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। আয়তনে কিছুটা ছোট এই মাঠ। ওয়ার্নার পার্কের এই বৈশিষ্ট দেখে নিশ্চয়ই মুচকি হাসছেন ক্রিস গেইল।

তাছাড়া গায়ানার প্রভিন্স স্টেডিয়ামের উইকেটে বাংলাদেশ পরিচিত যে ‘হোম কন্ডিশন’ পেয়েছিল সেটা মিলবে না ওয়ার্নার পার্কে। এটি স্লো এবং লো বাউন্সের উইকেট না। মুলত এখানে ব্যাটসম্যানরা বাড়তি সহায়তা পেয়ে থাকেন। সম্ভবত সেই কারণে প্রথম দুই ওয়ানডেতে যে পরিকল্পনা ও কৌশল নিয়ে নেমেছিল বাংলাদেশ; তা থেকে কিছুটা বদলের চিন্তা করছে।

তামিমের সঙ্গে ওপেনিংয়ে এনামুলই থাকছেন। কিন্তু দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাব্বির রহমান তৃতীয় আরেকটি সুযোগ পাবেন কিনা-তা নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবনায় ছিল। ডেথ ওভারে ধসে পড়া বোলিংও ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। ব্যাটিংটা মন্দ হচ্ছে না। কিন্তু ফিনিসারের অভাব স্পষ্ট। প্রতিপক্ষকে বাগে পেলেও নকআউট পাঞ্চ কষতে না পারায় লড়াইয়ে পিছিয়ে পড়ছে। শেষ ম্যাচে এমনসব সঙ্কট থেকে বেরুতে হবে বাংলাদেশকে।

তবে আপাতত সিরিজের ‘ফাইনাল’ ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বড় যে সমস্যাটা সামাল দিতে হচ্ছে তার নাম ক্রিস হেনরি গেইল। পেছনের দুই ম্যাচে গেইল যেভাবে ব্যাট করেছেন সেটা ঠিক তার ধাঁতের সঙ্গে যাচ্ছে না। ৬০ বলে ৪০। ৩৮ বলে ২৯। এই দুই ইনিংসে ছক্কা মোটে তিনটি। বাউন্ডারি ৪টি। এই পরিসংখ্যান জানাচ্ছে সিরিজের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এই তারকা লম্বা ঘুমে আছেন। ওয়ানডেতে একটি ডাবল সেঞ্চুরিসহ ২৩ টি সেঞ্চুরির মালিক ক্রিস গেইল। কিন্তু কি আশ্চর্য বাংলাদেশের বিপক্ষে খেলা ১০টি ওয়ানডেতে তার কোন সেঞ্চুরি নেই।

ব্যাটিং দৈত্যে আজকের ফাইনালে যেন ঘুম থেকে জেগে না উঠেন!

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম, এনামুল, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, রুবেল, মুস্তাফিজ।

এ সম্পর্কিত আরও খবর