সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:41:02

জিতলেই সিরিজ বাংলাদেশের। প্রথম ওয়ানডে জিতে এগিয়ে থেকেই আজ মঙ্গলবার মাঠে নামল মাশরাফি বিন মর্তুজার দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য থাকল বাংলাদেশের পক্ষে।

দিবা-রাত্রির এই ম্যাচে উইকেট ও আবহাওয়ার কথা চিন্তা করে টাইগার অধিনায়ক শুরুতেই ব্যাটসম্যানদের উপর আস্থা রাখলেন।

ঈর্ষণীয় রেকর্ড সঙ্গী করেই জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। আগের ম্যাচেই দল পেয়েছে রেকর্ড গড়া ১৬৯ রানের বিশাল এক জয়। যেখানে লিটন দাস-তামিম ইকবালদের সামনে পাত্তা পায়নি সফরকারীরা। অবশ্য জিম্বাবুয়ে-বাংলাদেশ লড়াইটা এখন একেবারেই একপেশে।

ইতিহাস জানাচ্ছে-গত সাত বছর জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচেই হারেনি বাংলাদেশ। সেই ধারাবাহিকতটাই ধরে রাখতে চায় দল। মাশরাফি বিশ্বকাপ শেষে জাতীয় দলে ফিরে মানিয়েও নিয়েছেন। আগের ম্যাচে উইকেটেরও দেখা মিলেছে।

সব মিলিয়ে এ অব্দি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৭৩টি। তার মধ্যে ৪৫টিতে জয় আর ২৮টি হেরেছে টাইগাররা। সর্বশেষ ১৪ দেখাতেই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার পালা। অন্য প্রান্তে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উত্তেজনা জিইয়ে রাখতে জয় চাই জিম্বাবুয়ের। না হলে এক ম্যাচ আগেই সিরিজ হেরে যাবে তারা।

এ সম্পর্কিত আরও খবর