পিসিবির প্রধান হচ্ছেন ওয়াসিম আকরাম!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:33:20

ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি ক্ষমতার মসনদে বসলে নিশ্চিত করেই তার প্রভাব পড়বে দেশটির ক্রীড়াঙ্গনে। বিশেষ করে ক্রিকেটে। কারণ ক্রিকেটার পরিচয়ের পথ ধরেই যে তিনি দেশের শীর্ষ ব্যাক্তি হতে যাচ্ছেন। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান দ্বায়িত্ব নিতেই উচ্ছ্বসিত দেশটির সাবেক ক্রিকেটাররা। এখানে এগিয়ে আছেন ওয়াসিম আকরাম। যিনি এক সময় ছিলেন তার সতীর্থ।

পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে, ইমরান প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ব্যাপক পরিবর্তন আনবেন। সেক্ষেত্রে পিসিবির প্রধান করা হতে পারে ওয়াসিম আকরামকে। এরইমধ্যে এই ক্রিকেটার নির্বাচনে জয়ী হওয়ায় ইমরানকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, 'আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন তিনি।'

পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার ১৯৯২ বিশ্বকাপ জয়ের নায়ক৷ তাদের বন্ধুত্বার খবরটাো সবার জানা। এই সমীকরণ থেকেই দেশটির গণমাধ্যম জানাচ্ছে আকরামই হবেন পিসিবির পরবর্তী- চেয়ারম্যান৷ অার ইমরান খানের সঙ্গে ৩৫ বছরের বন্ধুত্বা আকরামের৷

এখন পিসিবির চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাজম শেঠি৷  ইমরান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেই হয়তো পদটা হারাবেন তিনি৷

এদিকে ওয়াসিম আকরাম পিসিবির প্রধান হতে পারেন, এমন খবরে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও৷ কারণ তাতে পাক-ভারত ক্রিকেটে যে বৈরিতা চলছে তা কিছুটা হলেও দুর হবে৷ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কটা ফের জোড়া লাগতেও পারে৷

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছে সেই ২০১২ সালে৷ এরমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সমঝোতার পথে এগিয়ে আসলেও ভারত-পাকিস্তানের মধ্যেকার সিরিজ আর দেখা যায়নি৷ এক্ষেত্রে ওয়াসিমের সঙ্গে ভারতীয় ক্রিকেট কর্তাদের সম্পর্কটা বেশ ভাল৷ তিনি দায়িত্ব নিলে নিশ্চিত করেই ফের সুবাতাস বইবে দুই দেশের সম্পর্কে!

এ সম্পর্কিত আরও খবর