সৌম্য, মুমিনুল, আকবর আলী গাজী গ্রুপে ক্রিকেটার্সে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 19:05:39

ক্রিকেটারদের দলবদলের দ্বিতীয় দিন ঘর গুছিয়ে নিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এদিন মিরপুরের হোম অব ক্রিকেটে সবমিলিয়ে ২০ জন ক্রিকেটার দল বদল করেন।

দলবদলের তৃতীয়দিন জাতীয় দলের বাকি ক্রিকেটাররা অংশ নেবেন ৫ মার্চ। সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষদিনের এই দলবদল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে জাতীয় দলের ক্রিকেটাররা এখন সিলেটে।

মিরপুরে দলবদলের দ্বিতীয় দিনে আলোচিত তারকা ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী নতুন দল বেছে নিলেন। আবাহনী ছেড়ে সৌম্য সরকার এই মৌসুমে খেলছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে বিদায় নিয়ে এবার খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। আকবর আলীকেও দলে টেনেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গেল মৌসুমে আকবর আলী খেলেছিলেন বিকেএসপির হয়ে।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আকবর আলী এই প্রথম শিরোপা প্রত্যাশী কোন ক্লাবে খেলার সুযোগ পেলেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সে নাম লেখানোর পর আকবর আলী সাংবাদিকদের জানান-‘এই মৌসুমে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আমি ড্রেসিংরুম শেয়ার করতে পারবো, এটা জেনেই আমার ভাল লাগছে। লিগে এমন অভিজ্ঞতা এবারই আমার প্রথম হচ্ছে। আশা করছি সিনিয়রদের কাছ থেকে অনেককিছু শিখতে পারবো।’

নতুন এই প্রেক্ষাপটে চ্যালেঞ্জও কম দেখছেন না আকবর আলী-‘আসলে চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকবে। প্রতিযোগিতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। আশা করছি এই লড়াইয়ে ভাল কিছু করতে পারবো।’

সবমিলিয়ে এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সে ৮ জন খেলোয়াড় নাম লেখান। কেমন হলো এবারের দলটা? এই প্রশ্নে দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক বলছিলেন-‘ দলে কারা কারা আছে সেটা তো আপনারা সাংবাদিকরা আগেই জানেন। আপনারাই ভাল বলতে পারবেন এবারের দলটা কেমন হলো। তবে সবমিলিয়ে আমার কাছে তো মনে হচ্ছে বেশ ভাল দলই হয়েছে। রিয়াদ ভাই আছে। আকবর যোগ দিয়েছে। ব্যাটসম্যান, বোলার মিলিয়ে বেশ ভালই ব্যালান্স একটা দল হয়েছে।’

এবারের ঢাকা লিগে কোন বিদেশি খেলোয়াড়কে দেখা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী সিসিডিএম এই মৌসুমে কোন বিদেশি ক্রিকেটারকে খেলার অনুমতি দিচ্ছে না। বিদেশি ক্রিকেটারবিহীন ক্রিকেট লিগ আয়োজনের এই সিদ্ধান্তকে বেশ ইতিবাচক বলেই ভাবছেন মুমিনুল হক-‘দেখুন একাদশে জায়গাটা খালি হওয়ায়, সেখানে স্থানীয় একজন ক্রিকেটার খেলার সুযোগটা পাবে। এটাতে অবশ্যই এই নিয়মের ভাল একটা দিক।’

দলবদলের দ্বিতীয়দিনের তালিকা

ক্রিকেটার             আগের দল                 নতুন দল
ইমরান আলী             প্রাইম ব্যাংক                পারটেক্স স্পোর্টিং
ইমরুল কায়েস         গাজী গ্রুপ ক্রিকেটার্স        শেখ জামাল ধানমন্ডি
সবুজ বর্মন           উত্তরা স্পোর্টিং ক্লাব              ব্রার্দাস ইউনিয়ন    
সাদমান ইসলাম    শাইনপুকুর স্পোর্টিং                লিজেন্ডস অব রূপগঞ্জ
রুবেল হোসেন         আবাহনী লিমিটেড                 প্রাইম ব্যাংক
পিনাক ঘোষ          শেখ জামাল ধানমন্ডি          লিজেন্ডস অব রূপগঞ্জ
রুয়েল আহমেদ        গাজী গ্রুপ ক্রিকেটার্স          লিজেন্ডস অব রূপগঞ্জ
শামসুল ইসলাম        গাজী গ্রুপ ক্রিকেটার্স         লিজেন্ডস অব রূপগঞ্জ
আল আমিন (জুনি)      প্রাইম ব্যাংক                লিজেন্ডস অব রূপগঞ্জ
মানিক খান        প্রাইম দোলেশ্বর                   ব্রাদার্স ইউনিয়ন
রাহাতুল ফেরদৌস      মোহামেডান                ব্রাদার্স ইউনিয়ন
মুমিনুল হক        লিজেন্ডস অব রূপগঞ্জ         গাজী গ্রুপ ক্রিকেটার্স   
সৌম্য সরকার         আবাহনী                     গাজী গ্রুপ ক্রিকেটার্স   
আকবর আলী        বিকেএসপি                  গাজী গ্রুপ ক্রিকেটার্স   
জাকির হাসান        প্রাইম ব্যাংক               গাজী গ্রুপ ক্রিকেটার্স   
আরিফুল হক        প্রাইম ব্যাংক              গাজী গ্রুপ ক্রিকেটার্স   
ইয়াসির আলী           ব্রাদার্স ইউনিয়ন       গাজী গ্রুপ ক্রিকেটার্স   
নাহিদ হাসান        উত্তরা স্পোর্টিং            গাজী গ্রুপ ক্রিকেটার্স   
মাকিদুল ইসলাম    বিকেএসপি                 গাজী গ্রুপ ক্রিকেটার্স   
জুবায়ের হোসেন লিখন  মোহামেডান            পারটেক্স স্পোর্টিং

এ সম্পর্কিত আরও খবর