মাইক সরিয়ে নেন, একদম থলে খুলে বসা যাবে: মাশরাফি

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 05:15:41

বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন সময় সুযোগ পেলেই একটা সরল স্বীকারোক্তি করেন-‘সাকিবের মতো পারফর্মার এবং মাশরাফির মতো অধিনায়কের বিকল্প আমরা এখনো পাইনি।’

দুজনেই স্ব স্ব ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের অপরিহার্য সম্পদ। তবে অবাক করার তথ্য হলো ক্যারিয়ারে এখন পর্যন্ত ফুলের মালা পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটার আঘাতও সইতে হয়েছে। সমর্থনের সঙ্গে সমালোচনা তো থাকবেই। কিন্তু প্রতিটি সিদ্ধান্তে এমনকি টেকনিক্যাল বিষয়েও যখন জাতীয় দলের ওপর প্রতিনিয়ত বোর্ডের খবরদারি চলে আসে তখন ব্যাপারটা আর মর্যাদার থাকে না। মাঠে টিম ম্যানেজমেন্ট বা অধিনায়কের সিদ্ধান্তের টেকনিক্যাল বিষয়েও বোর্ড যথেচ্ছভাবে নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার হুকুমজারি করে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাঠে নিজে পারফর্ম করা, দলকে জেতানোর সঙ্গে মাঠের প্রতিটি সিদ্ধান্তের বিষয়ে বোর্ডকে সন্তুষ্ট করা একজন অধিনায়কের জন্য কতটুকু কঠিন?

অধিনায়ক হিসেবে জীবনে শেষবার মাঠে নামার আগে মাশরাফি বিন মর্তুজাকে এই অপ্রিয় প্রশ্নটা শুনতে হলো। শেষ বেলায় এসে অধিনায়কও সত্যটা জানিয়ে দিলেন- ‘যেভাবেই হোক বোর্ড আমাকে সহযোগিতা করেছে। তবে যে কঠিন প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে সেটা অস্বীকার করার কোনো সুযোগই নেই। আপনি এই মাইক সরায় নেন, একদম থলে খুলে বসে পড়া যাবে! এটা সত্যি কথা। তবে এটাও সত্যি যে ভালো সময়ে সহযোগিতা যে করে না তাও না। আপনি যদি ভালো করতে থাকেন তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবাই আস্থা দেখাবেই। এটাই প্রক্রিয়া। আমরা যখন মাঠে নামি তখন সেটা অনেক অনেক বড় দায়িত্ব। কিসের জন্য নামি? কিসের জন্য খেলি? নামটা তো বাংলাদেশ। আর তাই এমন সময় যখন আমার ভুল ধরা হয় তখন প্রতিবাদ করতে পারি না। মনে হয় হয়তো বা আমি ভুলই করেছি। এটা যদি পরিবারের সিদ্ধান্ত হতো, যদি আমি পরিবারের জন্য মাঠে নামছি। তাহলে আমি হয়তো বা তর্ক করতে পারতাম। কিন্তু যখন বাংলাদেশ নিয়ে নামি তখন তর্কের জায়গা থাকে না। কারণ এটা অনেক বড় দায়িত্ব। সবারই আবেগ জড়িয়ে আছে। সবাই সবার মতো করে মতামত দিচ্ছে। তাই তখন সেখানে তর্ক করার সুযোগ থাকে না। মাঠে যারা খেলে সেই খেলোয়াড়দেরই মাথানত করে থাকতে হয়।’

অধিনায়ক হিসেবে ম্যাচের আগে মাইকের সামনে বসে এটাই মাশরাফির শেষ সংবাদ সম্মেলন। ৬ মার্চের ম্যাচের পর অধিনায়ক হিসেবে তাকে আর মাইকের সামনে আসতে হবে না।

আর মাশরাফি তো কথা দিলেনই-মাইক সরিয়ে নিলে কথার থলে খুলে দেবেন!

এ সম্পর্কিত আরও খবর