শিরোপা ধরে রাখল অস্ট্রেলিয়ার মেয়েরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 00:44:34

হার দিয়েই মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। ‘এ’ গ্রুপে নিজেদের ও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা ধরাশায়ী হয়ে ছিল ভারতের কাছে। অস্ট্রেলিয়া সেই হারের মধুর প্রতিশোধ নিল ফাইনালে এসে। দাপুটে জয় দিয়ে ধরে রাখল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। রোববার, ৮ মার্চ নারী দিবসে ভারতকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে অজি নারীরা।

দাপুটে এ জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডটা আরো এক ধাপ বাড়িয়ে পাঁচে নিয়ে গেল অস্ট্রেলিয়া। তাদের ঘরে উঠল টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। এর আগে টানা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে অজিরা।

মেলবোর্নে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা ভারতের সামনে ১৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৯৯ রান তুলতেই গুটিয়ে যায় ভারতীয় নারীদের ইনিংস।

অ্যালিসা হিলি ও বেথ মুনির দাপুটে ওপেনিং জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়ার মেয়েরা। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের স্ত্রী হিলি ৭৫ রান নিয়ে সাজঘরের পথ ধরলেও ৭৮ রানে অপরাজিত থেকে যান মুনি। ভারতের হয়ে ৩৮ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন দীপ্তি শর্মা।

ব্যাটিং বিপর্যয় কিছুতেই কাটিয়ে উঠতে পারেনি ভারত। মেগান শুট ও জেস জোনাসেনের বোলিং দাপুটে এশিয়ান দলটির ব্যাটিং লাইন-আপের টপ-অর্ডার ও লোয়ার অর্ডার তাসের ঘরের মতো ধসে পড়ে। যা একটু রান এসেছে মিডল-অর্ডারের ব্যাট থেকে। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান করেন দীপ্তি শর্মা। ভেদা কৃষ্ণামূর্তি ১৯ ও রিচা ঘোষ ১৮ রান যোগ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মেগান শুট। ৩ উইকেট নেন জেস জোনাসেন। তিনি খরচ করেন ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৮৪/৪, ২০ ওভার (হিলি ৭৫, মুনি ৭৮*, ল্যানিং ১৬, গার্ডনার ২, হেইন্স ৪, কেয়ারি ৫*; দীপ্তি ২/৩৮ ও রাধা ১/৩৪)

ভারত: ৯৯/১০, ১৯.১ ওভার (শেফালি ২, মান্ধানা ১১, তানিয়া ২ (রিটায়ার্ড হার্ট), জেমিমা ০, হারমানপ্রিত ৪*, দীপ্তি ৩৩, ভেদা ১৯, রিচা ১৮, শিখা ২, রাধা ১, পুনম ১, রাজেশ্বরি ১*; শুট ৪/১৮, জোনাসেন ৩/২০ , মলিনিউ ১/২১, কিমিন্স ১/১৭ ও কেয়ারি ১/২৩)।

ফল: অস্ট্রেলিয়া ৮৫ রানে জয়ী।

ম্যাচ সেরা: অ্যালিসা হিলি।

টুর্নামেন্ট সেরা: বেথ মুনি।

এ সম্পর্কিত আরও খবর