আইরিশদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 06:41:59

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের মাঠে খেলবে না আয়ারল্যান্ড। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়েছে তারা।

এই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আইরিশরা। একে তো নিজেদের মাঠ স্বল্পতা। তারওপর ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে চলছে এখন সংস্কার। সঙ্গে আয়ারল্যান্ডে এখন চলছে ব্যস্ত সূচি। আইসিসি মানের মাত্র ১২টি মাঠ আছে আয়ারল্যান্ডের মালাহাইড, স্টরমন্ট ও ব্রেডিতে। এ কারণেই নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর এক দশকের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের নিরপেক্ষ ভেন্যু হচ্ছে ইংল্যান্ড।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পর্দা উঠবে লন্ডনের দ্য ওভালে ২২ মে। বাকি তিন ম্যাচ হবে ২৪, ২৭ ও ২৯ মে চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টনে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অবশ্য আগেই চূড়ান্ত হয়েছে। ১৪, ১৬ ও ১৯ মে ম্যাচ তিনটি হবে বেলফাস্টে।

এ সম্পর্কিত আরও খবর