শুধুমাত্র মুশফিক-তামিম লাল-সাদা বলে ‘এ’ প্লাস

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-22 00:01:13

ভুলটা শুধরে নিয়ে নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের তালিকায় বিসিবির ভাষ্যমতে ভুলক্রমে সৌম্য সরকারের নাম বাদ পড়েছিল। সেই ভুল ঠিক করে সোমবার সন্ধ্যায় বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের শুদ্ধ তালিকা জানিয়েছে। এই তালিকায় লাল ও সাদা বলে ‘এ’ প্লাস গ্রেডে বেতন পাচ্ছেন মাত্র দুজন ক্রিকেটার। এরা হলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ১৭ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এই তালিকায় ‘এ’ প্লাস ক্যাটাগরিতে বেতন আরো দুজন পাচ্ছেন। তবে তারা শুধুমাত্র সাদা বল বা সীমিত ওভারের খেলোয়াড়। তাদের নামটা জেনে নিন-মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।

টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বিসিবি’র সঙ্গে সাদা বলের চুক্তিতে নেই। মুমিনুলের বেতন গ্রেড ধরা হয়েছে ‘এ’।

চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে মাত্র সাতজন ক্রিকেটার লাল ও সাদা বলের খেলায় আছেন। শুধুমাত্র সাদা বলে বিসিবি’র সঙ্গে চুক্তিতে আছেন চারজন খেলোয়াড়। এই চারজনের মধ্যে টেস্ট অধিনায়ক মুমিুনল হক বেতন পাচ্ছেন ‘এ’ গ্রেডে। বাকি তিনজন নাঈম হাসান, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন চৌধুরীর বেতন ধরা হয়েছে ‘ডি’ গ্রেডে।

শুধুমাত্র সাদা বলে খেলা ক্রিকেটারদের তালিকায় টি- টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের বেতন স্থির হয়েছে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। সাদা বলের বাকি চারজনের মধ্যে মুস্তাফিজ বেতন পাবেন ‘বি’ গ্রেডে, মোহাম্মদ সাইফুদ্দিন আছেন ‘সি’ গ্রেডে এবং আফিফ হোসেন ও নাঈম শেখ আছেন ‘ডি’ গ্রেডের চুক্তিতে।

এই চুক্তিতে প্রথমবারের মতো অর্ন্তভুক্তি হয়েছে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন এবং নাঈম শেখের।

আগের চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান (বর্তমানে নিষিদ্ধ), ইমরুল কায়েস, আবু হায়দার, সৈয়দ খালেদ হাসান, রুবেল হোসেন ও সাদমান ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর