ক্রিকেট উৎসব স্থগিতের ঘোষণাই কেবল বাকি!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 03:58:58

ক্রিকেটের প্রায় সব আয়োজনই চূড়ান্ত হয়ে আছে। মুজিব বর্ষ উপলক্ষে চলতি মার্চকে ক্রিকেট উৎসব হিসেবে উদযাপনের পরিকল্পনা নিয়েছিল বিসিবি। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি বিসিবি’র সেই পরিকল্পনায় আপাতত জল ঢেলে দিচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে সার্বিক বাস্তবতা হলো এই ক্রিকেট উৎসব স্থগিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

বিসিবি অপেক্ষায় আছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসা সিদ্ধান্তের অপেক্ষায়। করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যে অহেতুক গণজমায়েত না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর সেই প্রেক্ষিতেই মুজিববর্ষের নানাবিদ আয়োজনের পরিসর সংক্ষিপ্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে ১৮ মার্চ মিরপুরের হোম অব ক্রিকেটে ভারতের জনপ্রিয় সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট এবং বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের সংবর্ধনা আয়োজনও অনিশ্চিত। যুক্তিই জানাচ্ছে এই আয়োজন স্থগিত হওয়া উচিত।

যেখানে সরকার নিজেই বিভিন্ন গণজমায়েত, সামাজিক ও খেলাধুলার অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে, সেখানে খোলা স্টেডিয়ামে কনসার্ট বা ক্রিকেট দলকে সংবর্ধনার আয়োজন হবে কোন যুক্তিতে?

শুধু ১৮ মার্চের এই দুটি আয়োজনই নয়, ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি- টোয়েন্টি ম্যাচের ভবিষ্যতও এখন গভীর অনিশ্চতার মুখে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কিনা- তা নিয়েও ঘোরতর সংশয়। বিশ্বের বিভিন্ন দেশের অতিথি ক্রিকেটাররা এই ম্যাচ খেলতে এই সময়ে বাংলাদেশ সফরে আসতে রাজি হবেন কিনা- সেটাও চিন্তার বিষয়। তাছাড়া এই সময়ে বিভিন্ন দেশ থেকে বিদেশি ক্রিকেটারদের দাওয়াত দিয়ে ডেকে আনা, বাংলাদেশের জন্যও কম ঝুঁকিপূর্ণ নয়।

প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল; মুজিব বর্ষ উপলক্ষে সরকারের নেয়া বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য যেসব বিদেশি অতিথিদের আসার কথা ছিল তাদেরকেও নিরুৎসাহিত করা হয়েছে। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের দাওয়াত দিয়ে এনে ক্রিকেট খেলানোর পরিস্থিতিও যে নেই! জনসমাগম এড়াতে সরকার জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করেছে। আর তখন ক্রিকেট মাঠে কনসার্ট, সংবর্ধনা বা ক্রিকেট ম্যাচের আয়োজনের পরিকল্পনা কি মানায় মোটেও?

-না মানায় না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই ধ্রুব সত্যটা জানে। এই কথা প্রসঙ্গে বিসিবি’র এক শীর্ষকর্তা মঙ্গলবার সন্ধ্যায় বার্তা২৪কে জানান-‘বাস্তবতাটা আমরা ভালই জানি। পরিস্থিতি এখন কি সেটা সবাই জানে। তবে ক্রিকেটের এই আয়োজন স্থগিত বা বাতিল করার সিদ্ধান্ত বিসিবি এককভাবে নিতে পারে না। কারণ বিসিবি’র এই অনুষ্ঠান মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ের আয়োজন উদযাপনের একটা অংশ। আর সেজন্যই আমরা এখন সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের অপেক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। তারপর আজকালের মধ্যেই বিসিবি এই আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

করোনাভাইরাস প্রতিরোধ করতে বিশ্বের বিভিন্ন দেশে খেলাধূলার আয়োজন সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি- টোয়েন্টি সিরিজেই স্টেডিয়ামে যাতে বেশি দর্শক সমাগম না হয় সেজন্য বিসিবিই অল্প সংখ্যক টিকিট ছাড়ছে।

এ সম্পর্কিত আরও খবর