প্রথম বলেই উইকেট পেলেন আফিফ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-15 01:04:35

৬ ওভারে ১ উইকেটে ৩১ রান। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এই শুরু তেমন হাততালি পাওয়ার মতো কিছু নয়। ১০ ওভারে জিম্বাবুয়ের সেই স্কোর গিয়ে দাঁড়াল ৬২ রানে। উইকেটের ঘরে ক্ষতি সেই একটাই। স্কোরবোর্ডে রান তেমন বেশি না উঠলেও উইকেট বাঁচিয়ে রাখতে পারার মধ্যেই জিম্বাবুয়ে সুখ খুঁজে পাচ্ছে। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশ বোলিং বেছে নিয়েছিল।

শুরুর ১০ ওভারে ৫ জন বোলার ব্যবহার করেও বাংলাদেশ অধিনায়ক মাত্র একটি উইকেট শিকারের আনন্দ পেয়েছেন। আল-আমিন হোসেন তার ওপেনিং স্পেলে জিম্বাবুয়ের ওপেনার তিনেশে কামুনহুকামউইকে ফিরিয়ে দেন ১০ রানে। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারানোর পর জিম্বাবুয়ের ইনিংসকে সামনে বাড়ানোর দায়িত্ব নেন দুই অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুজনে যোগ করেন ৫৭ রান।

আফিফ হোসেন ম্যাচে নিজের প্রথম ওভারের প্রথম বলেই জুটিটা ভাঙ্গেন। ৩৩ বলে ২৯ রান করে তার বলে ক্যাচ তুলে ফিরেন আরভিন। ক্যাচটা নেন সৌম্য সরকার।

এই রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ে ১২ ওভারে তুলেছে ২ উইকেটে ৭১ রান।

এ সম্পর্কিত আরও খবর