করোনাভাইরাসের কারণে এখন দর্শকহীন স্টেডিয়ামেই খেলতে হবে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে। তবে সিরিজের বাকি দুই ম্যাচ ফাঁকা স্টেডিয়ামেই খেলতে হবে দুদলকে।
দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুধু নয়। ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হলেও খেলতে হবে দর্শকহীন স্টেডিয়ামে। শুধু ক্রিকেট নয়। কোনো ধরনের খেলাধুলায় দর্শক থাকতে পারবে না।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারতে সবধরনের ক্রীড়া আসরে দর্শক সমাগম নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে ১৫ মার্চ ও ১৮ মার্চ লক্ষ্ণৌ ও কলকাতায়। তবে তাতে থাকবে না কোনো দর্শক।
পূর্ব সূচি অনুযায়ী ২৯ মার্চ থেকে আইপিএল শুরু করা বা দর্শকহীন স্টেডিয়ামে টি-টোয়েন্টি আসরটি আয়োজন করা সম্ভব কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে ১৪ মার্চ বৈঠকে বসতে যাচ্ছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।