করোনায় থমকে গেল স্প্যানিশ লা লিগাও

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:38:33

করোনাভাইরাস আতঙ্কে সত্যিকার অর্থেই থমকে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক ইভেন্ট বাতিলের হিড়িক পড়েছে। কারণটাও সঙ্গত। বিশ্বের অন্তত ১১৬টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের এক লাখ ২৫ হাজার ৯৭২জন সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কিছুদিন আগেই স্থগিত হয়েছে সেরি এ। এবার সতর্কতার অংশ হিসেবে স্প্যানিশ লা লিগার আগামী দুই সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই দলটির সব অনুশীলন বাতিল করা হয়েছে। ক্লাবটির প্রতিটি খেলোয়াড়কে রাখা হয়েছে কোয়ারেন্টিনে। তারপরই লা লিগার ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদ ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘একসঙ্গেই ট্রেনিং করেছে বাস্কেটবল দল আর ফুটবল দল। তাই দুই দলের খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’

চলতি লা লিগায় ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে এরপরই রিয়াল মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও খবর