ভারত আগেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। দর্শকহীন স্টেডিয়ামে তারা ওয়ানডে সিরিজে মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকাকে। করোনাভাইরাসের জন্য এবার তাদের পথে হাঁটল অস্ট্রেলিয়াও। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের হোম ওয়ানডে সিরিজ অজিরা খেলবে ফাঁকা মাঠে।
শুক্রবার (১৩ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়ানোর কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে হবে রোববার (১৫ মার্চ)। শুক্রবার (২০ মার্চ) তৃতীয় ও শেষ ম্যাচটি হবে হোবার্টে।
সদ্য রেকর্ড পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বাতিল করেছে তাদের পূর্ব নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর।