কোভিড-১৯ স্পর্শ করেনি পেসার রিচার্ডসনকে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 13:31:31

হাফ ছেড়ে যেন বাঁচলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেন রিচার্ডসন। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেল তিনি কোভিড-১৯ এ আক্রান্ত নন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের বাকি দুই ওয়ানডেতে খেলতে আর কোনো সমস্যা নেই তার সামনে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে হওয়া অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে অবশ্য মিস করেছেন রিচার্ডসন। হালকা গলা ব্যথার জন্য এ পেসারকে অন্য সতীর্থদের থেকে আলাদা রেখেছিল অস্ট্রেলিয়ার মেডিকেল টিম। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে দক্ষিণ আফ্রিকা থেকে চলতি সপ্তাহে ফেরা রিচার্ডসনের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

পূর্ব প্রস্তুতি হিসেবে শন অ্যাবটকে স্ট্যান্ড-বাই রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যাতে রিচার্ডসন ছিটকে গেলে দলের শূন্য জায়গাটা পূরণ করতে পারেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর