কেন অধিনায়কের চেয়ারে, জানালেন তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 17:00:18

ওয়ানডে অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ড যখন তামিম ইকবালকে দায়িত্ব দিল তখন খোদ সেই সভায় বোর্ডের অনেক পরিচালকই একটু অবাক হয়েছিলেন! কারণ আর কিছু নয়, অধিনায়কত্ব প্রসঙ্গ এলে বিসিবির কাছ থেকে আগে ‘পাসমার্কই’ যে জুটত না তামিমের। সেই তামিমকে বিসিবি বেছে নিয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উত্তরসূরি হিসেবে।

অধিনায়কত্ব এর আগে কখনোই তামিমের জন্য সুখকর কোেনা অধ্যায় ছিল না। স্থানীয় বা আন্তর্জাতিক উভয় পর্যায়ে অধিনায়কত্ব পর্ব তামিমও উপভোগ করতে পারেননি। বলাবলি হতো অধিনায়কত্বের চাপের চোটে তামিম নিজের ফর্মই খুইয়ে বসেন! এও শোনা যেত তামিম নাকি নিজেও অধিনায়কত্ব করার ব্যাপারে তেমন আগ্রহী নন।

অথচ সেই তামিম ইকবাল নিজেই এবার দলের ওয়ানডে অধিনায়ক হওয়ার ব্যাপারে বিসিবির কাছে আগ্রহ দেখিয়ে ছিলেন। হঠাৎ পরিকল্পনা বদল কেন? অধিনায়কত্বের আগ্রহের নবজন্মের কারণটা কী? শনিবার মিরপুরে এমনসব প্রশ্নের উত্তরে তামিম ইকবাল জানালেন-‘ক্যাপ্টেন্সি আসলে একটা সম্মিলিত প্রক্রিয়া। অধিনায়কত্ব নেওয়ার পেছনে আমার একটা কারণ ছিল। বোর্ডের সিদ্ধান্ত থাকে। আর আমি দায়িত্বটা চাচ্ছিলাম লম্বা সময়ের জন্য। যে কোনো অধিনায়কের জন্য মাত্র একটা, দুইটা বা তিনটা সিরিজের পরিকল্পনা করা কঠিন কাজ। তবে হ্যাঁ, লম্বা সময় পেলে দলে আপনি একটা ব্যবধান গড়তে পারেন। আর দল হিসেবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের আত্মবিশ্বাসী করে তোলা। নিজেদের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে- না, সব ঠিক আছে। আমরা যে কাউকে হারাতে জানি। এই বিশ্বাসটা মাশরাফি ভাইয়ের নেতৃত্বে আমরা ২০১৫ সালে তৈরি করতে পেরেছিলাম।’

পুরনো সেই সময়টা আবার বাংলাদেশ দলের মধ্যে ফিরিয়ে আনতে চান বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। মাঠের পারফরম্যান্স খুব বাজে না হলে তামিম চলতি বছরের পুরোটা জুড়েই ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন সেটা নিশ্চিত। ক্রিকেট বোর্ডও তাকে সেই আশ্বাসই দিয়েছে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম কাজও স্থির করে ফেলেছেন তামিম ইকবাল। জানালেন- ‘আমার মনে হয় ওয়ানডে দল হিসেবে আমাদের একটা বড় ম্যাচ জেতা খুব জরুরি। পুরো দলে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে যে আমরা ভালো করতে পারি। এটাই আমাদের টার্গেট থাকবে। যত দ্রুত আমরা একটা বড় ম্যাচ জিততে পারি যা দলের জন্য ভালো হবে।’

এ সম্পর্কিত আরও খবর