সবাই চায় আইপিএল হোক, কিন্তু....

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-16 15:31:40

শাহরুখ খান থেকে প্রীতি জিনতা-সবাই প্রতীক্ষায়। কিন্তু হঠাৎ করেই পুরো দৃশ্যপট পাল্টে গেল। করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন থমকে আছে। পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। সবকিছু ঠিক থাকলে আসছে ১৫ এপ্রিল মাঠের লড়াই শুরু করতে চায় আয়োজকরা। যদিও ২৯ মার্চই মাঠে গড়ানোর কথা ছিল এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।

পিছিয়ে যাওয়ায় সঙ্গতভাবেই সিডিউল মেলানো কঠিন হবে। এ কারণেই ৮ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের সঙ্গে বসেছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি। বোর্ডের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে।

আর সেই সভায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান, কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া, মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচালক আকাশ আম্বানি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। সবার কাছেই নিরাপত্তা অগ্রাধিকার পাচ্ছে। করোনা আতঙ্কের মধ্যে মালিকরা মুনাফা করার কথা নাকি ভাবছেনই না।

বলিউড বাদশাহ শাহরুখ টুইটে তেমনই ইঙ্গিত দিলেন। তিনি লিখেছেন ‘‌যে শহরে খেলবে দল সেখানে দর্শকদের নিরাপত্তা আর ক্রিকেটারদের বিষয়টা মাথায় রাখতে হবে। স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশ মেনে চলতে হবে সবাইকে। আশা করছি ভাইরাসের সংক্রমণ দ্রুত বন্ধ হবে আর আইপিএল শুরু হবে।’

সময় কমে যাওয়ায় এবারের আইপিএলের ব্যাপ্তিও কমে যাবে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে রাখলেন, ‘‌দেখুন, যদি আইপিএল হয়, তাহলে অবশ্যই সময় কমে আসবে। ১৫ এপ্রিল থেকেও যদি আইপিএল শুরু করা যায়- তাহলে ততদিনে নির্ধারিত সময়ের থেকে এমনিতেই ১৫ দিনের বেশি সময় চলে যাবে আমাদের। তখন সংক্ষিপ্ত হয়ে যাবে আয়োজন।’‌

এনিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সৌরভ। তিনি বলেন, ‘‌মানুষের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। আমরা সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে গোটা ব্যাপারটা জানিয়ে দিয়েছি। এখন কোথায় আমরা দাঁড়িয়ে আর কীভাবে হতে পারে এই টুর্নামেন্ট- এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকছে।’‌

এ অবস্থায় সবাই চাইছে মাঠে গড়াক আইপিএল। কিন্তু কবে শুরু হচ্ছে সেটি এখনই বলার সুযোগ নেই। গোটা বিশ্বের ক্রীড়াঙ্গনেই করোনার প্রভাব পড়েছে। একের পর এক আয়োজন স্থগিত হচ্ছে। এমন কী দর্শকবিহীন মাঠেও খেলা আয়োজন নিয়ে ভরসা পাচ্ছেন না আয়োজকরা। কারণ করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ সম্পর্কিত আরও খবর