ভারত-পাকিস্তান সিরিজ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ অনর্থক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 11:08:34

আইসিসি চালু করেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সে তো অনেক দিন হয়ে গেল। কিন্তু এ চ্যাম্পিয়নশিপের অধীনে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। ওয়াকার ইউনিসের মতে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের অংশগ্রহণ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো মানেই হয় না।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক ও কোচ বলেন, ‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ একেবারেই মূল্যহীন।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক টেস্ট আয়োজনে আইসিসির কার্যকরী ভূমিকা রাখা উচিত বলেই মনে করেন সাবেক এ ফাস্ট বোলিং গ্রেট, ‘জানি পাকিস্তান ও ভারত সরকারের মধ্যে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। তবে আমার মতে, এই চ্যাম্পিয়নশিপে আইসিসিকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ২০১৯ সালের ১ আগস্টে। প্রায় দুই বছরের এই প্রতিযোগিতার শেষ খেলা হবে ২০২১ সালের ১০-১৪ জুন।

এ সম্পর্কিত আরও খবর