ক্রিকেট বন্ধের ঘোষণায় নাজমুল যা বললেন

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-16 02:13:04

পুরো পৃথিবী প্রায় থমকে গেছে করোনাভাইরাসের ছোবলে। থমকে গেছে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গনও। কোথাও কোন খেলা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম রাউন্ড হয়েছে মাত্র। তবে দ্বিতীয় রাউন্ড আর মাঠে গড়ায়নি। বিসিবি বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে- দেশের সবধরনের ক্রিকেট এখন বন্ধ। বিসিবি কার্যালয়ে ১৯ মার্চের দুপুরে সেই ঘোষণাই করলেন সভাপতি নাজমুল হাসান পাপন।

ঘোষণার বিস্তারিত ব্যাখ্যায় পাপন বলছিলেন-‘করোনাভাইরাসের কারনে পুরো পৃথিবীতে যা হচ্ছে, বাংলাদেশেও এটা প্রতিরোধের জন্য সকলে মিলেই কাজ করছে। সেজন্য সব জায়গায় খেলাধুলা এখন বন্ধ। আমাদের ক্রিকেটও বন্ধ হয়ে গিয়েছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) যেটা চলছিল সেটা আমরা প্রথম রাউন্ডের পর বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুদিন অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সার্বিক ক্রিকেট বন্ধের বিষয়ে একটা পরিকল্পনা নেবো। সেই অনুযায়ী আমরা আজ বিসিবিতে বসে সবাই মিলে আলোচনা করে যেটা সঠিক মনে হয়েছে সেই সিদ্ধান্তই আমরা নিয়েছি। সবার সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝেছি যে পরিস্থতি আসলে বদলাচ্ছে দ্রুতই। প্রথমদিকে মনে হয়েছিল অনেক খেলোয়াড় খেলতে চাচ্ছে। অনেক ক্লাবগুলোও খেলতে চাইছিল। কিন্তু যত সময় যাচ্ছে তাতে দেখলাম ভিন্নমতও আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত থাকবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব খেলা স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতির যদি উন্নতি ঘটে। যদি আমরা মনে করি যে এখন খেলা শুরুর পরিবেশ আবার এসেছে, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে খেলা শুরুর নতুন তারিখ ঘোষণা করবো।’

বিসিবি কার্যালয়ে সকাল থেকেই বোর্ড পরিচালকরা ভিড় করেন। জানা গেল বোর্ড সভাপতি নিজেই আসবেন কার্যালয়ে। জরুরি এই সভার আলোচ্যসূচি ছিল একটাই-ক্রিকেট বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা।

ক্রিকেট বন্ধের ঘোষণা তো হলো। এখন খেলা শুরুর ঘোষণা কবে আসার সম্ভাবনা আছে। সেই প্রসঙ্গও পরিষ্কার করছেন নাজমুল-‘এখন কবে আবার খেলা শুরু হবে, সেই সময় বা তারিখ ঘোষণা এখনই করা সম্ভবপর নয়। কারণ প্রতিদিনই পরিস্থিতির (করোনাভাইরাস সংক্রান্ত) বদল হচ্ছে। আমরা যদি জানতে পারতাম যে ৩১ মার্চের পর সব ঠিক হয়ে যাবে তাহলে আমরা সেই অনুযায়ী খেলা শুরুর তারিখ দিতে পারতাম। কিন্তু যা পরিস্থিতি তাতে ৩১ মার্চের মধ্যেই সবঠিক হয়ে যাবে-এমন নিশ্চয়তা কোথায়? আর তাই খেলা আবার শুরুর জন্য আমরা সুনির্দিস্ট কোন তারিখ ঘোষণা করছি না। আর তাই আপাতত আমরা সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা করেছি। তবে মনে হয় না ১৫ এপ্রিলের আগে প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার কোন সম্ভাবনা আছে। বরং এটা (স্থগিতাদেশ) আরও বাড়তেও পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শুধু খেলোয়াড়দের জন্যই নয়, প্রত্যেক মানুষ এবং সাধারণ জনগনের করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে অবশ্যই সচেতন হওয়া উচিত। সরকার যা করার করছে। তবে আমাদের সবাইকে আরো বেশি মাত্রায় সতর্ক এবং সচেতন হয়ে থাকতে হবে। আর তাই আমরা সিদ্ধান্তে পৌঁছেছি এখন ক্রিকেট খেলার সময় না।’

এ সম্পর্কিত আরও খবর