বাসায় থাকো, ক্রিকেটারদের জন্য বিসিবির বার্তা

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-18 20:45:36

মাঠের ক্রিকেট বন্ধ। ম্যাচ নেই। অনুশীলন নেই। মাঠেও আসা যাবে না। এমন ‘কঠিন’ সময়ে ক্রিকেটারদের কাজ কি? অভিভাবক সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের কাছে সেই বার্তাও পৌঁছে দিয়েছে।

বিসিবি জানিয়েছে- ক্রিকেট বন্ধের এই সময়ে ক্রিকেটাররা যেন নিজেদের বাসায় থাকেন। ১৫ মার্চ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। সেই লিগ শুরুর আগেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনাভাইরাস থাবা বসায়। এই সঙ্কটকালে ক্রিকেটারদের কিভাবে নিজেদের সচেতন ও সর্তক থাকতে হবে সেজন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ক্লাব থেকে। এখন যখন অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধের ঘোষণা এলো বিসিবির কাছ থেকে তখনো সেই নির্দেশাবলি মেনে চলতে ক্রিকেটারদের পরামর্শ দেওয়া হয়েছে।

পুরনো সেই নির্দেশনাবলির কথা মনে করিয়ে দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের বার্তা দিলেন-‘সবাইকে সতর্ক থাকতে হবে। একদম না পারলে কেউ যেন বাসার বাইরে না যায়। যত কম সম্ভব অন্য কারোর সংস্পর্শে আসা যায়, সেই চেষ্টা করা উচিত। বলছি না যে একদম লকডাউন করতে হবে, তবে করতে পারলে ভালো হতো। ক্রিকেটারদেরকেই এখন সাবধানে থাকতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমন পরিস্থিতি হতেই পারে। তবে পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেজন্য যতটুকু সতর্ক হয়ে থাকার প্রয়োজন সেটাই করতে হবে।’

এই সময়ের জন্য ক্রিকেটারদের জন্য নির্দেশাবলি বা পরামর্শ কি সেটা বিসিবি না হয় জানিয়ে দিল। কিন্তু ক্রিকেট বন্ধের এই সময়টায় বিসিবি কার্যালয়ও কি বন্ধ থাকবে? তথ্যপ্রযুক্তির সুবিধা নিয়ে বাসাবাড়িতে বসেই এখন অনেকে অফিস চালাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড তো তাদের পুরো অফিস লকডাউন করে দিয়েছে। বিসিবিও কি সেই পথে হাঁটছে? এই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি জানান-‘আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা নিজেরাই সতর্ক হব। আপাতত লিগ বন্ধ করেছি। প্রয়োজন অনুযায়ী সবকিছু করা হবে। চারধারের যা পরিস্থিতি তাতে সবাইকে বুঝতে হবে যে বিষয়টিকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। কাজেই আমাদেরকে সচেতন হতে হবে। যতটুকু সম্ভব বাসা থেকে না বেরুতে বলা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া খেলোয়াড় ও বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বেরুতে বলা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর