করোনা আতঙ্কে পেছাবে বাফুফের নির্বাচন?

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 04:06:06

করোনাভাইরাস আতঙ্কে প্রায় থমকে গেছে গোটা বিশ্ব। ক্রীড়াঙ্গনেও পড়েছে প্রভাব। বাংলাদেশেও একই দৃশ্যপট। খেলার জগতে নেমে এসেছে স্থবিরতা। বন্ধ সব ধরনের টুর্নামেন্ট, লিগসহ সব কার্যক্রম। এরমধ্যে আসছে এপ্রিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হওয়ার কথা। এ অবস্থায় বাফুফে নির্বাচন স্থগিতের আহ্বান জানালেন বাদল রায়।

আসছে ৩০ এপ্রিল শেষ হবে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। এর আগে ২০ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাফুফে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এ অবস্থায় বাফুফের সহ সভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন।

বাদল রায় গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে জানান, ‘আমাদের দেশসহ সারা বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত। এত জনসংখ্যার দেশে ইতোমধ্যে একজন মারা গেছেন। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে আমি সকল সংগঠকদের প্রতি আহ্বান জানাচ্ছি করোনাভাইরাস প্রতিরোধে আপনারা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করুন। মুক্তিযুদ্ধে আমরা যেমন সবাই এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলাম; করোনা প্রতিরোধেও আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষকে সচেতন করতে হবে। আমাদের দেশে মহাবিপর্যয় এসেছে। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এটা মোকাবিলা করতে পারবে।’

একই সঙ্গে বাদল রায় আরও বলেন, ‘সামনে ফুটবল ফেডারেশন নির্বাচন। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি ফুটবলে একটা সুদিন আসবে। নির্বাচনের মাধ্যমেই সেই সুদিন আসবে। আমরা অনেক দিন ধরেই বলছি ফুটবলে একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন আনতে হলে নির্বাচনটা জরুরি। নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে করোনাভাইরাস আমাদের কিন্তু দারুণভাবে উদ্বিগ্ন করছে। আমাদের পরিবার, সমাজ, দেশ-সবাইকে ভীষণভাবে আঘাত করছে। আমি ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব, প্রয়োজনে একটা জরুরি সভা ডাকার আহ্বান জানাব নির্বাচনকে স্থগিত করা কিংবা এই বিষয়ে আলাপের জন্য। এই মুহূর্তে নির্বাচন করা ঠিক হবে কিনা?’

এনিয়ে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও কথা বলেছেন বাদল রায়। ১২ বছর সভাপতি পদে থাকা সালাউদ্দিন এবারও নির্বাচনে অংশ নিতে চান।

বাফুফে সভাপতির সঙ্গে কি কথা হলো? এমন প্রশ্নের জবাবে বাদল রায় বলেন, ‘ফিফা-এএফসিকে অলরেডি এ বিষয়ে জানানো হয়েছে। ওদের জবাব পেলে সভা করবেন। আমার কথার সঙ্গে সভাপতি একমত। আমাদের তো ৩০ এপ্রিল ডেডলাইন দেওয়া আছে। তিনি বলেছেন, আমরা তো পেছাতে পারব না। ফিফা-এএফসির ক্লিয়ারেন্স পেলে পেছানো হবে।’

এর অর্থ বাফুফে নির্বাচন পেছানোর ঘোষণাটা এখন সময়ের ব্যাপার মাত্র।

এ সম্পর্কিত আরও খবর