করোনার কাছে হেরেই গেলেন লোরেঞ্জো সাঞ্জ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 11:20:21

পুরো রিয়াল মাদ্রিদ টিম কোভিড-১৯ মোকাবেলা করছে নিজ গৃহে বন্দী থেকে। কিন্তু তিনি হাসপাতালের বেডেই চালিয়ে যাচ্ছিলেন লড়াই। কিন্তু লড়াইটা আর চালিয়ে নিতে পারলেন না। অবশেষে করোনাভাইরাসের কাছে আত্মসমর্পণ করলেন লোরেঞ্জো সাঞ্জ। শনিবার ৭৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই প্রেসিডেন্ট।

টুইট বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন রিয়ালের সাবেক ফুটবলার ছেলে লোরেঞ্জো সাঞ্জ দুরান।

লোরেঞ্জো সাঞ্জ স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত। তার আমলে সান্টিয়াগো বার্নাব্যু শিবির চ্যাম্পিয়নস লিগ ট্রফি ঘরে তুলে দুবার।

দায়িত্বে থাকাকালে নামকরা ফুটবলারদের দলে টেনে ছিলেন লোরেঞ্জো সাঞ্জ। ব্রাজিলিয়ান লেফট-ব্যাক রবার্তো কার্লোস, নেদারল্যান্ডসের মাঝ-মাঠের প্লেমেকার ক্লেরেন্স সিদর্ফ ও ক্রেয়োশিয়ান ফরওয়ার্ড ডেভর সুকেরের মত মেগাস্টাররা নাম লিখেছিলেন রিয়ালে।

ফ্লোরেন্তিনো পেরেজের কাছে নির্বাচনে হেরে যান লোরেঞ্জো সাঞ্জ ২০০০ সালে।

এ সম্পর্কিত আরও খবর