করোনা যুদ্ধ: পাঠান ভ্রাতৃদ্বয়ের মহতী উদ্যোগ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 15:58:37

সারা বিশ্বের সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ভারত। গোটা দেশ যখন লড়াইয়ে তখন হাত গুটিয়ে বসে থাকেন কি করে ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। তাই তো দুই ভাই যোগ দিয়েছেন প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে।

ভারতের সাবেক এ দুই তারকা ক্রিকেটার নিয়েছেন মহতী উদ্যোগ। দেশে করোনাভাইরাস মহামারী রুখতে দুজনে দান করেছেন ৪ হাজারের অধিক মাস্ক।

বাবার চালু করা মেহমুদ খান পাঠান চ্যারিট্যাবল ট্রাস্টের মাধ্যমে তারা মাস্ক সরবরাহ করেছেন ভাদোদরা স্বাস্থ্য বিভাগে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে অলরাউন্ডার ইউসুফ পাঠান লিখেন, ‘সমাজের জন্য আমরা কিছু করছি। দয়া করে আপনারাও এগিয়ে আসুন সহায়তার জন্য। স্বাস্থ্যবিধি মেনে একে অন্যকে সহায়তা করুন। তবে ভিড় জমাবেন না। ছোট পরিসরে শুরু হলো। প্রত্যাশা করি, আমরা আরো বেশি সহায়তা করে যাব। এবং করব আমরা সবাই।’

ভারতের অনেক রাজ্যই এখন কার্যত লকডাউন। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন।

এ সম্পর্কিত আরও খবর