কর্মীদের চাকরি বাঁচাতে বেতন কাটছাঁটে রাজি বায়ার্ন-ডর্টমুন্ডের ফুটবলাররা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 17:00:28

করোনাভাইরাস সঙ্কটে বন্ধ সব ধরনের ফুটবল। কোভিড-১৯ মহামারীর জন্য স্থবির সারা দুনিয়ার ফুটবলাঙ্গন। ৮ মার্চ থেকে খেলা হচ্ছে না জার্মান লিগ বুন্দেসলিগায়। ফুটবলের এ কঠিন সময়ে চাকরি হারিয়ে ফেলতে যাচ্ছিলেন বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের কর্মীরা।

ক্লাবের কর্মীদের সহায়তায় এগিয়ে এসেছেন দুই জার্মান জায়ান্টের ফুটবলাররা। তাদের চাকরি বাঁচিয়ে রাখতে খেলোয়াড়রা ২০ শতাংশ কম বেতন নিতে রাজি হয়েছেন। অবশ্য ক্লাব দুটির কর্তৃপক্ষও ফুটবলারদের বেতন কর্তনের চিন্তা-ভাবনা করছিল। এনিয়ে দুই ক্লাবের কর্তা-ব্যক্তিরা ফুটবলারদের সঙ্গে আলোচনা করেন।

এ গুঞ্জনও রটেছে, দর্শকহীন ফাঁকা স্টেডিয়ামে খেলা হলেও ফুটবলাররা ১০ শতাংশ বেতন কম নিবেন।

ডর্টমুন্ডের কোচ লুসিয়েন ফ্যাভ্রে বছরে আয় করেন ৪.৫ মিলিয়ন ইউরো। তিনিও তার বেতন কাটছাঁট করতে রাজি আছেন।

ডর্টমুন্ডকে বেতন বাবদ প্রতি বছর খরচ করতে হয় ১৪০ মিলিয়ন ইউরো। বেতন কমানোর ফলে প্রতি মাসে ক্লাবটির খরচ কমবে প্রায় ২.৩ মিলিয়ন ইউরো। ফলে ৮৫০জন কর্মী তাদের চাকরিতে বহাল থাকতে পারবেন।

বায়ার্ন মিউনিখের ফুটবলার ও বোর্ড অব ডিরেক্টরও ২০ শতাংশ বেতন কম নিবেন যাতে অন্য কর্মীদের চাকরি হারাতে না হয়।

শোনা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে এফসি শালকেও একই পথে হাঁটবে।

এ সম্পর্কিত আরও খবর