করোনা: স্পেশাল ওয়ান মরিনহোর স্পেশাল ডেলিভারি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 05:24:38

ফুটবলের সব ধরনের টুর্নামেন্টই এখন বন্ধ। নেই অনুশীলনের ব্যস্ততা। ঘরে বসেই সময় কাটছিল হোসে মরিনহোর। অবসর সময়টা নষ্ট না করে তাই মানব সেবায় কাজে লাগালেন টটেনহ্যামের এই কোচ।

করোনা সঙ্কটে লন্ডনের এনফিল্ডের এল্ডারলির মানুষের ঘরে স্পেশাল ওয়ান এ পর্তুগিজ কোচ পৌঁছে দিলেন অপরিহার্য পণ্যসামগ্রী।

স্পারদের অনুশীলন গ্রাউন্ডের কাছাকাছি দাতব্য প্রতিষ্ঠান এজ ইউকে ও লাভ ইউর ডোরস্টেপ। সেখানেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলেন হোসে মরিনহো। কমিউনিটির অরক্ষিত মানুষের মাঝে বিতরণের জন্য তৈরি করলেন খাবার ও অন্যান্য সামগ্রীর পার্সেল। এ জায়গার যাদেরকে আগামী ১২ সপ্তাহ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের কাছে নিজ হাতে পৌঁছেও দিয়েছেন সেই পার্সেল।

লাভ ইউরোর ডোরস্টেপের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় মরিনহো বলেন, ‘এজ ইউকে এনফিল্ড, লাভ ইউর ডোরস্টেপ এনফিল্ডকে সাহায্য করতে আমি এখানে এসেছি। অবশ্যই আপনারা খাবার বা টাকা দান করতে পারেন। অথবা স্বেচ্ছাসেবকও হতে পারেন।’

এ সম্পর্কিত আরও খবর