ঈদের পরই ঢাকায় ফুটবল উৎসব

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 03:30:01

আন্তর্জাতিক টুর্নামেন্টে আগামী মাসেই প্রাণ ফিরে পাবে ঢাকার ফুটবল। বর্ষায় খেলা এক অর্থে খেলা বন্ধই রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ঈদের পরই বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠে গড়াবে ফুটবল। শুরুতেই সাফ চ্যাম্পিয়নশিপ। তারপরই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। টানা দুটো ফুটবল উৎসব ঢাকায়!

এ মাসের শেষ দিকে কুরবানির ঈদ। তার আগেই মাঠ প্রস্তুত করতে হচ্ছে বাফুফেকে। কারণ ৪ সেপ্টেম্বর থেকে শুরু সাফ ফুটবল। তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলে পরিচিত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকায়। ঢাকায় সবশেষ ২০০৯ সালে বসেছিল সাফ ফুটবলের আসর। যেখানে বাংলাদেশ উঠেছিল সেমিফাইনালে।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে সাতটি দেশ। যেখানে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে নেপাল, পাকিস্তান ও ভুটানকে। আর ‘বি’ গ্রুপের তিন দল- ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল হবে ১৫ সেপ্টেম্বর।

সাফ ফুটবল শেষ হতেই শুরু হবে বঙ্গবন্ধু হতেই গোল্ডকাপের প্রস্তুতি। অক্টোবরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে খেলবে ছয়টি দল।

এ সম্পর্কিত আরও খবর