আইপিএল প্রসঙ্গে রোহিত আশা-নিরাশার দ্বন্দ্বে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 18:21:50

বিশ্বের আর সব ক্রীড়া আসরের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগও (আইপিএল) স্থগিত হয়ে গেছে। ২৯ মার্চ থেকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আর্কষণীয় এই টি-টোয়েন্টি লিগ শুরুর কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এই লিগ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। তবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আশায় আছেন-পরিস্থিতির উন্নতি ঘটলে হয়তো এই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে পুরো ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন।

সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে আইপিএলের এবারের আসর শুরু হতে পারবে কিনা-তা নিয়ে আশঙ্কায় আছেন ক্রিকেটাররা। ১৩তম আইপিএলের ভাগ্যে কি আছে সেটা জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ইনস্টাগ্রামে রোহিত শর্মার সঙ্গে চ্যাটিংয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন পিটারসেন। জবাবে রোহিত বলেন- ‘হবে হয়তো, পরিস্থিতি ঠিক হয়ে গেলে খেলা হতে পারে। কে জানে?’

আশার কথা বললেও হতাশাটা গোপন রাখেননি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

করোনাভাইরাসে এখন পর্যন্ত ভারতে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর