স্বদেশী ক্লাবের সহায়তায় চার জার্মান জায়ান্ট

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 00:14:32

করোনা সঙ্কটে লড়াই করছে অনেক জার্মান ক্লাব। আর্থিক সঙ্কটে পড়েছে তারা। তাদের যেন দেখার কেউ নেই। কিন্তু ভুক্তভোগী ক্লাবগুলোর পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তাদেরই স্বদেশী চারটি ক্লাব।

তাদের সহায়তার জন্য বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আরবি লিপজিগ ও বায়ার লেভারকুসেন গড়েছে ২০ মিলিয়ন ইউরোর (১৮.৩ মিলিয়ন পাউন্ড) ফান্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা এ চারটি ক্লাব তাদের ন্যাশনাল মিডিয়া রেভেনিউ শেয়ার দান করেছে এই ফান্ডে। বাকিটা অর্থটা দিয়েছে নিজেদের ফান্ড থেকে।

জার্মান ফুটবল লিগ (ডিএফএল) এখন সিদ্ধান্ত নিবে অর্থটা কিভাবে বণ্টন করা হবে।

অন্যদিকে করোনা সঙ্কটের সময়ে শিশুদের সহায়তার জন্য এক লাখ ইউরো (৯১ হাজার পাউন্ড) দান করেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি।

এ সম্পর্কিত আরও খবর