২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ভিদাল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:26:47

ইন্টার মিলান-বার্সেলোনা ক্লাবই হাত বাড়িয়েছিল তার দিকে। মনে হচ্ছিল ইতালিয়ান ক্লাবটিতেই বুঝি নাম লেখাবেন আর্তরো ভিদাল। কিন্তু শেষ পর্যন্ত চমক দেখাল স্প্যানিশ জায়ান্টরা। আসছে মৌসুমে বার্সেলোনাতেই খেলবেন এই মিডফিল্ডার। বায়ার্ন মিউনিখের সঙ্গে এনিয়ে চুক্তিও করে ফেলেছে নু ক্যাম্পের ক্লাবটি।

এর অর্থ নতুন মৌসুমে লিওনেল মেসির পাশে দেখা যাবে চিলির তারকা ভিদালকে।

ট্রান্সফার মার্কেট বিশ্লেষকরা জানিয়েছেন, ২০ মিলিয়ন ইউরোতে বায়ার্ন থেকে ভিদালকে কিনে নিয়েছে বার্সা। সব কিছু ঠিক থাকলে অভিজ্ঞ আন্দ্রেস ইনিয়েস্তার বিকল্প ভাবা হচ্ছে তাকে। তবে ৩১ বছর এই মিডফিল্ডারের জন্য লড়াইটা সহজ হবে না। ইনিয়েস্তা দীর্ঘদিনে নিজের একটা অবস্থান করে নিয়েছিলেন।

আগামী তিন বছরের জন্য বার্সার সঙ্গে চুক্তি হয়েছে ভিদালের। বার্সেলোনা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানায়, ‘আর্তুরো ভিদালের ট্রান্সফার প্রসঙ্গে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ চুক্তিতে পৌঁছেছে। এখন স্বাস্থ্য পরীক্ষা বাকি তার। তারপরই কাগজ-পত্রের বাকী শর্তগুলোতেও স্বাক্ষর হয়ে যাবে।’

এমনিতে বায়ার্ন মিউনিখের হয়ে সময়টা ভাল কাটেনি তার। বিশেষ করে গত মৌসুমে ফ্লপ। এ অবস্থায় নতুন চুক্তির পর আর্তুরো ভিদাল বলেন, ‘বায়ার্ন মিউনিখ ও সকল ভক্তদের ধন্যবাদ। মিউনিখে আমি আমার সময়টুকু উপভোগ করেছি। বার্সেলোনায় নতুন চ্যালেঞ্জ নেয়ার সুযোগ দেয়ায় বায়ার্ন মিউনিখকে ধন্যবাদ জানাচ্ছি আমি।’

এ সম্পর্কিত আরও খবর