করোনা মোকাবেলায় ডি গিয়ার তিন লাখ ইউরো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 19:58:55

করোনাভাইরাসের বিরুদ্ধে আগেই যুদ্ধে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তহবিল গড়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচও। এবার মানবতার ডাকে সাড়া দিলেন ডেভিড ডি গিয়া।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক দান করেছেন ৩ লাখ ইউরো। স্পেনের রাজধানী মাদ্রিদের স্থানীয় কর্তৃপক্ষের কাছে এ তারকা স্প্যানিশ ফুটবলার পৌঁছে দিয়েছেন এই অর্থ সাহায্য। তার দেওয়া এই অর্থ থেকে হাসপাতালের ইকুইপমেন্ট কেনার সঙ্গে সহায়তা পাবে অরক্ষিত পরিবারগুলো।

মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল ডিয়াজ আইয়ুসো এক টুইট বার্তায় খবরটা নিশ্চিত করে ডি গিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইউরোপের করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে বাজে পরিস্থিতির মধ্য যাচ্ছে স্পেন। মারা গেছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। মৃত্যুর সংখ্যায় ইতালির পর দ্বিতীয় স্থানে এখন তারা। তবে চীনের চেয়েও বেশি।

এ সম্পর্কিত আরও খবর