কারফিউ ভেঙে সোলানোর দুঃখ প্রকাশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 20:13:19

সারা বিশ্বের সঙ্গে করোনা যুদ্ধে লড়ছে পেরু। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রুখতে দক্ষিণ আমেরিকার দেশটির সরকার জারি করে কারফিউ। সেই নিয়ম ভেঙে বৃহস্পতিবার রাতে আটক হয়েছিলেন দেশটির সাবেক ফুুটবলার নলবার্তো সোলানো।

আসলে ঘর থেকে বাইরে বেরিয়ে ছিলেন সোলানো আগেই। মধ্যাহ্নভোজ পার্টি শেষ করে বাসায় ফিরতে দেরি করে ফেলেন তিনি। ধারণার চেয়ে বেশি সময় লেগে যায় পার্টিতে। ততক্ষণে রাত ৮টা থেকে শুরু হয়ে যায় কারফিউ।

এক প্রতিবেশী তাকে বাইরে দেখে অভিযোগ করলে পেরুর জাতীয় দলের ৪৫ বছরের এ সহকারী কোচকে লিমা পুলিশ স্টেশনে নিয়ে যায় পেরুর পুলিশ। তবে ঘটনা রেজিস্ট্রি করে খুব দ্রুতই ছাড়া পান। এজন্য দুঃখ প্রকাশ করেন নিউক্যাসল ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার।

পেরুতে এখনো পর্যন্ত ৫৮০জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯জন

এ সম্পর্কিত আরও খবর