ডাক্তার-নার্সদের মাহমুদউল্লাহর ধন্যবাদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:31:01

করোনার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লড়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বর্তমান কঠিন পরিস্থিতিতে দেশের চিকিৎসা সেবায় তাদের অসামান্য অবদান রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সাবেক এ অধিনায়কের মতো সঙ্কটের এ সময়ে দেশের সত্যিকারের এই বীরদের ধন্যবাদ দিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, ‘আর একটি জিনিস না বললেই নয়, আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা এবং যারা চিকিৎসা সেবায় এই মুহূর্তে নিয়োজিত আছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আপনাদের এই দুঃসময়ে এই কোভিড-১৯ এর মতো এই দূরারোগ্য রোগের সময়ে আপনারা যেভাবে এগিয়ে আসছেন এবং যেভাবে দেশকে সার্ভিস দিচ্ছেন, সেটার জন্য আমি আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের এই মহৎ কাজের জন্য আপনারা অবশ্যই পুরস্কৃত হবেন।’

সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার পরামর্শও দিয়েছেন মাহমুদউল্লাহ। আহ্বান জানিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রেখে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর, ‘আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা এখন আমাদের বেশি পোড়াচ্ছে। সেটা হচ্ছে যারা আমরা শ্রমজীবী মানুষ আছি, যারা এখন হয়তো এই মুহূর্তে বেকার হয়ে পড়ছেন, তাদের পাশে দাঁড়ানো অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা চেষ্টা করব যে যার অবস্থান থেকে এগিয়ে আসার এবং তাদেরকে সাহায্য করার।’

এ সম্পর্কিত আরও খবর