ক্রিকেট ভুলতে বললেন ভারতীয় কোচ!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 06:27:03

এখন মাঠের ক্রিকেটেই ব্যস্ত থাকার কথা ছিল তাদের। কারণ একদিন বাদেই শুরু হতে পারতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু করোনাভাইরাসে সবকিছুই থমকে গেছে। চলতি বছর আইপিএল মাঠে গড়াবে কিনা সেই গ্যারান্টি নেই। এর আগেই বাতিল হয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ!

এ অবস্থায় ক্রিকেট ভুলতে বললেন রবি শাস্ত্রী। জানালেন, ক্রিকেট নয়, এখন নিরাপদে থাকাটাই সবার আগে প্রয়োজন। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ তার শিষ্যদের সতর্ক থাকতে বললেন।

অবশ্য এছাড়া উপায়ও নেই। ভারতে চলছে লকডাউন। ঘরে থাকতে বলা হচ্ছে। এ অবস্থায় স্বেচ্ছায় ঘরবন্দী হয়ে আছেন ক্রিকেটাররা। রবি শাস্ত্রী নিজেও সরকারের পরামর্শ মেনে থাকছেন বাড়িতেই। ভারতীয় কোচ বলছিলেন, 'দেখুন, এটি আমাদের কাছে একটা ধাক্কা। সত্যি বলতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সময় আমরা যখন রাস্তায় ছিলাম, তখনই এটা আঁচ করতে পারি। যেভাবে এই রোগ ছড়িয়ে পড়ছিল, তাতে এমন কিছু হতে পারে বলে অনুমান করেছিলাম। যখন দ্বিতীয় একদিনের ম্যাচ বাতিল হয়ে গেল তখন বুঝলাম যে এমন কিছু হতে চলেছে আর লকডাউন হতে যাচ্ছে।'

নিউজিল্যান্ড থেকে ফেরার পথেই শুরুতে পরিস্থিতি বুঝতে পেরেছিল ভারতীয় ক্রিকেটাররা। রবি শাস্ত্রী জানাচ্ছিলেন, 'সিঙ্গাপুর হয়ে যখন ফিরেছিলাম সেই সময়টাতে এমনটা আন্দাজ হচ্ছিল। আমরা একদম ঠিক সময়ে ফিরেছিলাম দেশে। যে দিন বিমানবন্দরে নামলাম, সেদিন থেকেই স্ক্রিনিং শুরু হয়।'

এ অবস্থায় ক্রিকেটারদের নিরাপদে থাকতে বললেন রবি শাস্ত্রী। জানালেন, 'একটা কথাই বলবে- এখন ক্রিকেটের কথা সবার শেষে মাথায় আনো। নিরাপদে থাকাই সবচেয়ে জরুরি। শুধু নিজের সুরক্ষাই নয়, অন্যদের সুরক্ষিত থাকার দিকেও খেয়াল রাখতে হবে। সচেতনতা বাড়াতে হবে যে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। বিরাট কোহলিসহ অন্যরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্তা দিচ্ছে। ক্রিকেটাররা জানে এখন একটা সিরিয়াস সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।'

শাস্ত্রী মনে করেন আরও কিছুদিন ক্রিকেট বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও খবর