অনন্য কীর্তির সামনে তামিম

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:37:52

শুধু সময়ের নয়, বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান তিনি। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড তার দখলে। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ঝড় তুলেছেন তামিম ইকবাল। দুটো শতরানে দলকে রাঙিয়ে হয়েছেন সিরিজসেরা।

সেই তামিম অবশ্য ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ফিরেন প্রথম বলে। রোববার ভাের ৬টায় আরেক মিশন। ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ। উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি খেলার আগে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের এই ওপেনার। টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে দেড় হাজার রানের ক্লাবের সদস্য হতে চাই মাত্র ১০ রান।

এখানেই শেষ নয়, এই বছরে তিন ফরম্যাটের ক্রিকেট মিলে হাজার রানের সামনে তামিম ইকবাল। আর ৬৭ রান করলেই বছরে ১ হাজার রান হয়ে যাবে তার। সব মিলিয়ে দুটো অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল।

এর আগে দেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন টি-টুয়েন্টিতে হাজার রান। এমন কী সংক্ষিপ্ত সংস্করণে প্রথম শতকটাও তার।

আর এ বছর সাফল্যের ধারাতেই আছেন চট্টগ্রামের এই ব্যাটসম্যানটি। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজারী ক্লাবে পা রেখেছেন। টেস্টে ৪ হাজারী ক্লাবের প্রথম সদস্যও হয়েছেন তিনি। একইসঙ্গে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রান ক্লাবে টাইগারদের প্রথম সদস্য তামিম।

১৮২ ওয়ানডেতে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের সংগ্রহ ৬,৩০৫ রান। আর ৫৬ টেস্ট খেলে তামিমের ব্যাট থেকে এসেছে ৪,০৪৯ রান।

এ সম্পর্কিত আরও খবর