চিকিৎসা সেবায় স্বেচ্ছাসেবক হিদার নাইট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 08:10:19

হাতে এখন অফুরন্ত সময়। নেই কোনো কাজ। ঘরে বসেই কাটছে হিদার নাইটের অলস সময়। তাই তো সময়টা কাজে লাগাতে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) স্বেচ্ছাসেবক হিসেবে নিজের নাম লেখালেন ইংল্যান্ডের এ নারী ক্রিকেটার।

চিকিৎসা সেবায় কাজ করা কতটা কঠিন সেটা ভালোই জানেন হিদার নাইট। করোনাভাইরাস সঙ্কটে তো সমস্যাটা এখন পাহাড়সম। রয়েছে করোনায় আক্রান্ত হওয়ার স্বাস্থ্য ঝুঁকি।

হিদারের ভাই ও তার পার্টনার পেশায় দুজনেই চিকিৎসক। তার কয়েকজন বন্ধুও কাজ করে এনএইচএসে। বলতে গেলে সব কিছু জেনে শুনেই আগুনে পা রেখেছেন অস্ট্রেলিয়ার মাটিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে পৌঁছে দেওয়া এ অধিনায়ক।

অস্ট্রেলিয়া থেকে দশ দিন আগে দেশে ফিরেছেন হিদার নাইট। প্রেমিকের সঙ্গে ব্রিস্টলে মেনে চলছেন যুক্তরাজ্যের লকডাউনের নিয়ম। কোয়ারেন্টিনে থাকার সময় শেষ হলেই খাদ্য ও ঔষধ সরবরাহ করে সহায়তা করবেন দেশের হেলথ সার্ভিসে। রোগীদের পৌঁছে দিবেন চিকিৎসকের কাছে। আইসোলেশনে যারা রয়েছেন ফোনে নেবেন তাদের খোঁজ-খবর।

এ সম্পর্কিত আরও খবর