আরেকটি সাফল্যের খোঁজে নারী ফুটবল দল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:55:39

সাফল্যের আকাশ আগেই ছুঁয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। গতবছরই দারুণ দাপটে খেলে শিরোপা উঠেছে তাদের হাতে। এবার আরেক মিশন। আরেকটি সাফল্যের খোঁজে সোমবারই ভুটান যাচ্ছেন মারিয়া-আঁখি খাতুনরা। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা

কোচ গোলাম রব্বানী, অধিনায়ক মারিয়া মান্ডা দেশের মাঠের সাফল্য ভুটানেও ধরে রাখতে প্রস্তুত। এই লড়াইয়ের আগে কোচ শনিবার জানালেন, ‘দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছি আমরা। গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার আরো বেশি প্রস্তুত হয়ে লড়বো। আশা করছি শিরোপা নিয়েই ফিরতে পারবো আমরা।'

ভুটানের থিম্পুতে বৃহস্পতিবার শুরু সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা। এই গ্রুপের আরেক দল নেপাল। ‘এ’ গ্রুপে আছে ভারত, ভুটান ও শ্রীলঙ্কা। চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১৮ আগস্ট।

সোমবার এই মিশনে ভুটানের পথে ঢাকা ছাড়বে নারী ফুটবল দল। দলে অভিজ্ঞ ফুটবলারের অভাব নেই। ১৮ জনের মধ্যে ১৫ জন খেলেছেন গত আসরে। সেই হিসেবে ফেভারিট হয়েই নামবে মেয়েরা। অধিনায়ক মারিয়া মান্ডা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শনিবার সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘টুর্নামেন্টের প্রথম আসরে প্রত্যাশিত ট্রফি পেয়েছি। এবারো শিরোপা চাই। দোয়া করবেন ভুটান থেকে যেন হাসিমুখে ফিরতে পারি।’

এ সম্পর্কিত আরও খবর