ডাক্তার-নার্সদের শ্রদ্ধা রুবেল হোসেনের

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 20:08:05

গোটা বিশ্বকেই প্রায় স্তব্ধ করে দিয়েছে করোনাভাইরাস। থমকে গেছে যাপিত জীবন। বাংলাদেশেও একই দৃশ্যপট। করোনা সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকতে বলা হচ্ছে সবাইকে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবরও এসেছে। এ অবস্থায় মাঠের ক্রিকেট নেই। ক্রিকেটাররা ঘরবন্ধী। এরমধ্যে থেকেই তারা দিচ্ছেন নানা পরামর্শ।

একইসঙ্গে ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক আর প্রতিরক্ষা বাহিনীর প্রশংসাও করছেন অনেকেই। তাদেরই একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন।

সোমবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্কেচ পোস্ট করেন রুবেল। যেখানে দেখা যাচ্ছে  একপাশে কোনো এক বাহিনীর সদস্য মানুষকে ঘরে থাকতে বাধ্য করছেন। আর আরেক পাশে এক স্বাস্থ্যসেবা কর্মী করোনা ভাইরাসকে দরজা ঠেলে দূর করছেন। দারুণ রূপক ছবি।

করোনার বিরুদ্ধে যারা লড়ছেন তাদের ধন্যবাদ জানালেন রুবেল। তার সেই ফেসবুক স্ট্যাটাস বার্তা২৪.কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

'শ্রদ্ধার সাথে সম্মান জানাই, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার নিজের পরিবার সন্তান এর কথা না ভেবে দেশের কথা চিন্তা করে যারা করোনা ভাইরাসের মোকাবেলা করছেন। বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাদের মনে রাখবে ইনশাআল্লাহ। স্যালুট জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য, সরকারী কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষদের যারা নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রমে দেশের এই সংকটময় মুহূর্ত কাটিয়ে তোলার চেষ্টা করছেন। দেশের জন্য তাদের এই সেক্রিফাইস তখনই সার্থক হবে। যখন আমরা প্রয়োজনীয় সর্তকতা নির্দেশনা মেনে চলবো। তাই আসুন সবাই নিজ নিজ বাসায় থাকি এবং সতর্ক থাকি। #Stayhome #staysafe''

এ সম্পর্কিত আরও খবর