দুঃসময়ে দুঃখী মানুষের পাশে ‘ক্রিকেট লাভার’ জসিম

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 15:27:08

মহামারী করোনাভাইরাসের এই কঠিন সময়ে আরো অনেকের মতো দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ালেন ক্রিকেট প্রেমী মোহাম্মদ জসিম উদ্দিন। দেশের ক্রিকেট মহলে যিনি মূলত জসিম ক্রিকেট লাভার নামেই বেশি পরিচিত।

ঢাকা শহরে ক্লিনিং সার্ভিসের ব্যবসা আছে জসিমের। বাংলাদেশ ক্রিকেটের অনেক মূল্যবান স্যুভেনির আছে তার সংগ্রহশালায়। জসিম থাকেন ফকিরেরপুল এলাকায়। মঙ্গলবার, ৩১ মার্চ দুপুরে ফকিরেরপুল এলাকায় খেটে-খাওয়া মানুষদের মাঝে খাবার-দাবার বিতরণ করেন তিনি। নিজস্ব উদ্যোগেই জসিম এই মহতী উদ্যোগ নেন। ৪ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ ও একটি সাবান ব্যাগে ভরে এলাকার দিনমজুর ও রিক্সাচালকদের প্রদান করেন জসিম।

বার্তা২৪.কম-কে জসিম জানান- ‘আমরা সবাই খাচ্ছি, আর খেটে-খাওয়া পরিশ্রমী মানুষরা আজ ভীষণ অসহায়। বলতে গেলে তাদের কোনো রোজগারই নেই। খাবার কেনার টাকাই যে তাদের নেই। তাই বিবেকের টানে আমি তাদের জন্য এগুলো কিনে এনেছি। হয়তো আমার এই উদ্যোগ খুব বেশি মানুষের উপকারে আসেনি। কিন্তু যাদেরকেই আমি দিতে পেরেছি তাদের মুখের হাসি দেখেই আমার কাছে সেটা স্বর্গসুখের মতো মনে হয়েছে।’

মানুষের এই দুঃসময়ে সহায়তার জন্য সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে জসিম বলেন- ‘এটাই শেষ নয়। আমি আবার যোগাড়যন্ত্র করে দুঃখী মানুষদের সাহায্য করতে চাই। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে সবাই মিলে আমরা কঠিন এই সময়টায় দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর