করোনা তহবিলে রোহিতের ৮০ লাখ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 16:00:57

সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না ও বিরাট কোহলির পর এবার করোনা যুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রোহিত শর্মা। দেশের মানুষের জন্য ভারতীয় এই মারকুটে ওপেনার দান করলেন ৮০ লাখ রুপি।

এই অর্থ সাহায্যটা রোহিত দিয়েছেন চারভাগে চারটি ভিন্ন ভিন্ন তহবিলে। প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন ৪৫ লাখ রুপি। ২৫ লাখ রুপি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বাকি দশ লাখ রুপি সমান ভাগ করে দিয়েছেন ফিডিং ইন্ডিয়া ও ওয়েলফেয়ার অব স্ট্রে ডগস নামের দুটি দাতব্য প্রতিষ্ঠানে। এক টুইট বার্তায় খবরটা নিশ্চিত করেন রোহিত নিজেই।

এর আগে কোহলি-আনুশকা দম্পতি ৩ কোটি রুপি দিয়েছেন করোনা তহবিলে। সুরেশ রায়না দিয়েছেন ৫২ লাখ রুপি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি দেশের অসহায় মানুষের জন্য দিয়েছেন ৫০ লাখ রুপির চাল।

ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার দান করেছেন ৫০ লাখ রুপি। অর্থ সাহায্য সমান ভাগ করে লিটল মাস্টার দিয়েছেন প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

এ সম্পর্কিত আরও খবর