খাবার নিয়ে ৩০০ দুঃখী মানুষের পাশে জেমি ডে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:42:34

পুরো দেশ এখন লকডাউন। আর এ কারণেই আয় বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় করোনাভাইরাস সঙ্কটে বিপদে পড়েছেন গরীব দুঃখী মানুষ। এই সব অসহায় মানুষের কথা ভেবে খাবার বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ফুটবলের এ সর্বোচ্চ সংস্থা। সংস্থাটি প্রতিদিন ৩০০ মানুষের মাঝে খাবার পরিবেশন করে যাচ্ছে। এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন কোচ জেমি ডে।

দেশের ফুটবল দলের কোচ হওয়ার সুবাদে বাংলাদেশ জেমি ডের কাছে সেকেন্ড হোমের মতো। দেশের ভালো-মন্দ-বিপদ-আপদ সব কিছুই তাকে নাড়া দেয়। করোনা সঙ্কটেও তার ব্যত্যয় ঘটেনি। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মহানুভব এই ফুটবল গুরু।

বাফুফের এই কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। তিনিও ৩০০ মানুষের মাঝে খাবারের ব্যবস্থা করলেন। ফেসবুকে এমন খবরই নিশ্চিত করেছে বাফুফে। সামর্থ্যবান সবাইকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে আহ্বানও জানিয়েছেন কোচ। তার একটি ভিডিও বার্তা ফেসবুকে পোস্ট করেছে বাফুফে।

এ সম্পর্কিত আরও খবর