করোনায় পরলোকে সাবেক মার্সেই প্রেসিডেন্ট দিউফ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 16:53:58

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন পাপে দিউফ। কিন্তু আর পারলেন না। অবশেষে প্রাণঘাতী এই ভাইরাসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন অলিম্পিক মার্সেইয়ের সাবেক এই প্রেসিডেন্ট। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।

সেনেগালের এই ফুটবল কর্মকর্তা মার্সেইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ২০০৫-২০০৯ সাল পর্যন্ত। তার সময়ে ফ্রান্সের ফুটবল ক্লাবটি ফরাসি লিগ ওয়ানে দুইবার দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করে। দুইবার ফরাসি কাপের ফাইনালেও উঠেছিল তারা।

ক্লাবটি ১৮ বছরের মধ্যে প্রথম ফরাসি লিগ শিরোপা জেতে ২০১০ সালে।

মার্সেই এক টুইট বার্তায় জানিয়েছে, ‘মার্সেইয়ের হৃদয়ে আজীবন থাকবেন পাপে। ক্লাব ইতিহাসের অন্যতম স্থপতি তিনি।’

লিগ দি ফুটবল প্রোফেশনালের (এলএফপি) শ্রদ্ধাঞ্জলি, ‘সাংবাদিক, এজেন্ট, অলিম্পিক মার্সেই প্রেসিডেন্ট পাপে দিউফ তার পুরো জীবন উৎসর্গ করে গেছেন ফুটবলের সেবায়।’

এ সম্পর্কিত আরও খবর